Job News: বিনামূল্যে ৪৫০ ঘণ্টার ট্রেনিং, চাকরির সুযোগ হাতের মুঠোয়! বাঁকুড়ায় ফ্যাশন ডিজাইনিং, হোটেল ম্যানেজমেন্ট কোর্স নিয়ে বড় পদক্ষেপ সরকারের
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Bankura Job News: বাঁকুড়ায় বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট এবং ফ্যাশন ডিজাইনিং। কোর্স শেষ করেই শুরু করুন চাকরি। শুনে অবিশ্বাস্য লাগলেও, সত্যি এমনটাই হচ্ছে বাঁকুড়ার প্রত্যন্ত হিড়বাঁধে।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ায় বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট এবং ফ্যাশন ডিজাইনিং। কোর্স শেষ করেই শুরু করুন চাকরি। শুনে অবিশ্বাস্য লাগলেও, সত্যি এমনটাই হচ্ছে বাঁকুড়ার প্রত্যন্ত হিড়বাঁধে। প্রথমত আসা যাক, ফ্যাশন ডিজাইনের দিকে। মোট ৪৫০ ঘন্টা ট্রেনিং। প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর তিনটে পর্যন্ত। থিওরি, তারপর কাগজে কলমে, এরপর পুরনো কাপড়ে, তারপর নতুন কাপড়ে ফ্যাশন ডিজাইনিং শিখছে বাঁকুড়ার বেকার যুবক-যুবতীরা। অনেকেই পেয়েছেন কাজের সুযোগ।
এরপর আলোকপাত করা যাক হোটেল ম্যানেজমেন্টের দিকে। এই কোর্সে কাজের সুযোগ অনেক বেশি। শেখানো হচ্ছে সবই যেমন, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, সিচুয়েশন হ্যান্ডেলিং,হাইজিন মেনটেইন এবং টেবল সেট আপ। যারা শিখছেন তারা জানিয়েছেন, সার্বিকভাবে কমিউনিকেশন স্কিলের উপর জোর দেওয়া হয়েছে। অনেকেই বলছেন, হোটেল ম্যানেজমেন্টের মূল মন্ত্র হল কমিউনিকেশন, সেটা শিখলে অর্ধেক কাজ হয়ে যায়, কাজ পাওয়ার পরিধিও বাড়ে। বাঁকুড়ার বেকার যুবক-যুবতীরা স্কিল বেস্ট লার্নিংয়ের পাশাপাশি শিখছে কীভাবে কথা বলতে হয়।
advertisement
advertisement
তবে ভয় পাওয়ার কিছু নেই, এই ট্রেনিং প্রোগ্রাম সম্পূর্ণ সরকার পরিচালিত। রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টার বাঁকুড়ার হিড়বাঁধে। শেখানো হচ্ছে সেলাই, কম্পিউটার, ফ্যাশন ডিজাইনিং এবং হোটেল ম্যানেজমেন্ট। বেকার যুবক-যুবতীদের সামনে খুলে যাচ্ছে অর্থ উপার্জনের দিগন্ত। শিখতে শিখতেই অনেকে পাচ্ছেন কাজের সুযোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রান্তিক বাঁকুড়া হোক কিংবা মেট্রোপলিটন শহর, কাজের সুযোগ রয়েছে, কিন্তু তার জন্য প্রয়োজন যথেষ্ট দক্ষতা। দক্ষতা না থাকলে কাজ পাওয়া একটু সমস্যা হতে পারে। সেই কারণে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে বাঁকুড়ার বেকার যুবক যুবতীরা। নতুন স্কিল শিখে হচ্ছেন আত্মবিশ্বাসী।
view commentsLocation :
Bankura,Bankura,West Bengal
First Published :
Nov 29, 2025 6:14 PM IST









