বিবেকানন্দর জন্মদিনের র্যালিতে বহু বিজেপি কর্মীসমর্থক অংশ নেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, স্বামী বিবেকানন্দের চিন্তাধারা ও তাঁর মতাদর্শকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই র্যালি গোটা পুরুলিয়া শহর পরিক্রম করে। বিবেকানন্দর জন্মদিনকে ঘিরে বিজেপির এই কর্মসূচির মূল লক্ষ্যই ছিল, যুবসমাজ ও নতুন প্রজন্মকে আরও বেশি কাছে টানা।
আরও পড়ুন: মদ খেয়ে হেলমেট ছাড়া বাইক নিয়ে হিরোগিরি! ভয়ঙ্কর দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু
advertisement
রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রেও ঘটা করে দিনটি পালন করা হয়। বিজেপির বড় বড় নেতারাও বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। কলকাতায় তাঁর বাড়িতে যান রাজের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করোনার কারণে গত দু'বছর বিবেকানন্দর জন্মদিন ও জাতীয় যুব দিবস পালনে কিছু সীমাবদ্ধতা ছিল। তবে এই বছর পরিস্থিতি অনেকটাই ঠিক থাকায় পুরনো জাঁকজমক ফিরে এসেছে।
স্বামী বিবেকানন্দ বঙ্গ সন্তান হলেও দেশের অন্যান্য জায়গাতেও গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করা হয়। বিজেপির পক্ষ থেকে এই দিন কেন্দ্রীয়ভাবেও বেশ কিছু কর্মসূচি রাখা হয়েছিল।
শর্মিষ্ঠা ব্যানার্জি