স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ ভট্টাচার্য নামে ওই ব্যক্তি সোমবার সকালে রঘুনাথপুর চেলিয়া মোড় সংলগ্ন এলাকার বাড়ি থেকে বের হন। হঠাৎ রামকলোনি রেল স্টেশন রোড সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে মৌমাছির দল। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
advertisement
এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, আচমকাই তাঁরা দেখতে পান ওই ব্যক্তিকে মৌমাছি আক্রমণ করেছে। আশেপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। গোটা মৌচাকের সমস্ত মৌমাছি এসে আহত রামকৃষ্ণ ভট্টাচার্যর সারা শরীরে হুল ফুটিয়েছে বলে ওই প্রত্যক্ষদর্শী জানান।
আরও পড়ুন: অসহায় মহিলাকে মারধর, গালিগালাজ করে শ্রীঘরে ঠাঁই হল যুবকের
এই ঘটনার খবর চাউর হওয়ার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাইরে বেরোতে রীতিমত ভয় পাচ্ছে সবাই। পতঙ্গ বিশেষজ্ঞরা জানান, মৌমাছি হুল ফোটালে বড় বিপদ হতে পারে। তাদের ওই হুলের মধ্যে বিষ থাকে। হুলে ঢাকা অ্যাসিড বা বিষের পিএইচই মাত্রা ৪.৫ থেকে ৫ পর্যন্ত। একসঙ্গে অনেক মৌমাছি হুল ফোটালে এর ফলে শরীরের মধ্যে অনেক বেশি পরিমাণে বিষ চলে যায়। তাতে চরম ক্ষতি হতে পারে। তাছাড়া মৌমাছির বিষে মেলিটিনও থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, মৌমাছি হুল ফোটালে জ্বর চলে আসে। তাই মৌচাক থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
শমিষ্ঠা ব্যানার্জি