আই লিগের জন্য আগামী ২১-২২ নভেম্বর কলকাতায় সিলেকশন ট্রায়াল ম্যাচের আয়োজন করেছে। এস.এস.এ.সি আনন্দনগর ফুটবল একাডেমির পক্ষ থেকে মোট পাঁচ জন ফুটবল ক্রীড়াবিদকে ওই ট্রায়াল ম্যাচে অংশগ্রহণ করতে পাঠানো হচ্ছে। তারা হলেন, 'রমেশ হেম্ব্রম - মিডহাফ', 'জিৎ কুমার মাহাত - গোলকিপার', তারাপদ মাঝি (উংগার), লক্ষণ বেশরা (উংগার), অজয় টুডু (ফুলব্যাক)। এই দিনের ফুটবল সিলেকশন ট্রায়াল ম্যাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ সূর্য বিকাশ চক্রবর্তী, বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির সিনিয়র কোচ পার্থ সেন, জাতীয় ফুটবল ক্রীড়াবিদ দেবাশীষ রায় ও বিমান বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
আরও পড়ুনঃ জেদের কাছে হার মানছে প্রতিকুলতা, বিশ্বকাপের প্রোমোতে এবার গুমার 'ধন্যি মেয়ে' বিপাশা
উল্লেখ্য, ভারতে প্রথম ঘরোয়া লীগের সূচনা হয়েছিল ১৯৯৬ সালে যা জাতীয় ফুটবল লিগ নামে পরিচিত ছিল। ২০০৭ সলে এনএফএল মরশুমের পরে পুনরায় জাতীয় ফুটবল লিগ সূচনা করার ঘোষণা হয়। যা বর্তমানে আই লিগ হিসাবে পরিচিত। আইএসএলের পাশাপাশি আই লীগ জনপ্রিয়তা ফুটবল প্রেমী ও খেলা প্রেমীদের মধ্যে প্রতিনিয়ত বেড়েই চলেছে।
Sarmistha Banerjee