TRENDING:

21 July-TMC-Mamata Banerjee : ২১-শে জুলাই মমতার ডাকে সবাই এলেও, ওরা আসেনি! যা ঘটল এই জেলায়! জানুন

Last Updated:

21 July-TMC-Mamata Banerjee : লাখ লাখ মানুষ মমতার ডাকে এল! জমে উঠল ২১ শে জুলাই! ওরা কেন এল না? কী হল সেখানে? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : একুশে জুলাই ধর্ম তলায় তৃণমূলের শহিদ সভা। প্রতিবছর এই সভাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এ বছরও রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাতারে , কাতারে তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলায় সামিল হন। উত্তরবঙ্গের মতোই পুরুলিয়া জেলা থেকেও কর্মী সমর্থকেরা দু-দিন আগে থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। নানান কারণে যারা শেষ পর্যন্ত ধর্মতলার শহিদ সভায় যোগদান করতে পারেনি তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছিল পুরুলিয়া শহর তৃণমূলের উদ্যোগে।
advertisement

পুরুলিয়া জেলা তৃণমূলের নির্দেশে জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার তত্ত্বাবধানে ও শহর তৃণমূলের উদ্যোগে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে শহিদ দিবস পালন করা হয়। শহিদ বেদীতে মাল্যদান করে এই সভার সূচনা করা হয়। এই সভায় জায়েন্ট স্ক্রীনে লাইভের মাধ্যমে কলকাতার শহিদ সভার টেলিকাস্ট দেখানো হয়। এরই মাধ্যমে তৃণমূল কর্মী সমর্থকদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন:  ২১-শে জুলাই কেড়ে নিল প্রাণ! তৃণমূল কর্মীদের নিয়ে উল্টে গেল বাস! ভয়াবহ অবস্থা!

আরও পড়ুন: 

এ বিষয়ে শহর তৃণমূল নেতৃত্বরা জানান , তারা প্রায় ২০০ জনের বসার ব্যবস্থা এই সভায় করেছিল কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা যে পরিমাণে ভিড় জমাচ্ছেন তাতে এই সংখ্যাটা প্রায় হাজার ছাড়িয়ে যাবে। গোটা জেলা থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ শহিদ সভায় যোগদান করতে কলকাতা গিয়েছে। বৃষ্টির মধ্যেও এইদিন তৃণমূল কর্মী সমর্থকদের দেখা যায় ভার্চুয়ালের মাধ্যমে কলকাতার শহিদ সভায় অংশ নিতে । তৃণমূল সুপ্রিমোর আগামি দিনের পথ চলার বার্তা শুনে ও মনবলকে আরও অনেকখানি শক্ত করে তারা এগিয়ে যেতে পারবে এমনটাই মনে করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
21 July-TMC-Mamata Banerjee : ২১-শে জুলাই মমতার ডাকে সবাই এলেও, ওরা আসেনি! যা ঘটল এই জেলায়! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল