TRENDING:

Purulia News : আর্তের সেবায় পালিত হল জন্মদিন

Last Updated:

সোমবার ছিল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১০৩ তম জন্মদিন। দুঃস্থ মানুষ ও রোগীদের সেবার মধ্যে দিয়েই দিনটি পালন করল ওষুধ ব্যবসায়ীদের এই সংগঠন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: শরীরের যে কোনও রোগ নিরাময়ের জন্য চিকিৎসকদের পাশাপাশি ওষুধের ভূমিকা অপরিসীম। এই ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করেন একদল মানুষ। তাঁদের বলা হয় ওষুধ ব্যবসায়ী। সেই ওষুধ ব্যবসায়ীদের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে থাকে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। তাদেরই ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় গত সোমবার।
advertisement

ওষুধ ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে তার জন্য বেশ কিছু নিয়ম-নীতি ধার্য করে থাকে এই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সোমবার ছিল বেঙ্গল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। ওইদিন পুরুলিয়ার দেবেন মাহাত মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে এই সংগঠনের জন্মদিন বা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে সংস্থার তরফ থেকে হাসপাতালের রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। এর পাশাপাশি সোমবার সন্ধেয় পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। এছাড়াও আগামী দিনে তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করার কথাও জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন: প্রিন্সিপালকে তাড়ানোর দাবিতে উত্তাল ডায়মন্ডহারবারের কলেজ

রোগী ও জনগণের স্বার্থে সদা সর্বদা অগ্রণীর ভূমিকা পালন করে থাকে এই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। ওষুধ দোকানদারদের যাবতীয় সুবিধা-অসুবিধা তারা দেখভাল করে। সেই সংস্থার জন্মদিন কার্যত আর্ত মানুষের সেবার মধ্য দিয়েই পালিত হল।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : আর্তের সেবায় পালিত হল জন্মদিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল