TRENDING:

East Medinipur News: ভোট যেতে না যেতেই মাথা কামিয়ে ফেললেন বিজেপি কর্মী, কেন কী এমন ঘটল?

Last Updated:

ভোট যেতেই মাথা মুন্ডন বিজেপি কর্মীর। জনসম্মুখে ঢাক ঢোল পিটিয়ে ন্যাড়া হলেন এই বিজেপি কর্মী। নির্বাচনের ফলাফল বেরোতেই অন্য চিত্র মহিষাদলে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিষাদল: ভোট মিটতেই মাথা মুণ্ডন বিজেপি কর্মীর। জনসম্মুখে ঢাক ঢোল পিটিয়ে ন্যাড়া হলেন তিনি। নির্বাচনের ফলাফল বেরোতে না বেরতেই অন্য চিত্র ধরা পড়ল মহিষাদলে।
advertisement

রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। দেখা গিয়েছে, রাজ্যের শাসকদল অর্থাৎ তৃণমূল এবারও সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েতের দখল নিয়েছে। তবে সমষ্টিগতভাবে যখন চারপাশে সবুজ আবিরের ছয়লাপ, ঠিক সেই মুহূর্তেই পূর্ব মেদিনীপুর যেন বিজেপির কাছে বিষাদের মাঝেও নতুন আশা।

আরও পড়ুন:প্রার্থীকে জিতিয়ে দিতেই হবে, বিডিও-কে ‘হুমকি’! সুকান্তর ট্যুইটে তোলপাড় রাজ্য রাজনীতি

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের প্রত্যেকটি আসন অন্যবার তৃণমূলের দখলে থাকে। এবছর পঞ্চায়েত নির্বাচনের পর দেখা গেল ১৬টি আসনের মধ্যে আটটি আসন পেয়েছে বিজেপি। আর বাকি আটটি আসন তৃণমূল। যার ফলে মহিষাদল বিধানসভার লক্ষ্যা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫ বছর পর গেরুয়ার ঝড় উঠল। এই নিয়ে যখন মহিষাদলে শুরু হয়েছে বিজেপির উল্লাস।

advertisement

View More

তার মাঝেই এক অদ্ভুত চিত্র উঠে এল ক্যামেরা সামনে। এক বিজেপি কর্মী মাঠে বসে রয়েছেন, চারিপাশে ঘিরে রয়েছেন অন্য কর্মী-সমর্থকরা। ঢাকঢোল পিটিয়ে জয় শ্রীরাম ধ্বনিতে ছেয়ে গেছে চারিপাশ। উড়ছে আবির। মাঝে বসে ন্যাড়া হচ্ছেন এক ব্যক্তি। মাথা মুণ্ডন করে সমস্ত চুল কেটে ফেললেন ওই বিজেপি কর্মী।

আরও পড়ুন: ‘পঞ্চায়েতে দুর্দান্ত ফল করেছে বিজেপি!’, সুকান্ত-শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট দিলেন খোদ শাহ, কী লিখলেন?

advertisement

এ দেখেই অবাক হন এলাকার একাধিক মানুষ। তবে ক্রমে জানা যায় আসল ব্যাপার। এই বিজেপি কর্মীর দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তিনি মানত করেছিলেন। ঠিক করেছিলেন ১৫৮ নম্বর বুথে যদি বিজেপি জয়ী হয় তাহলে স্থানীয় জাগ্রত মাশুড়্যা গ্রামের কালী ও শীতলা মন্দিরে সামনে মাথার চুল দান করবেন তিনি।

আশানুরূপ ফল করতে পেরেছে দল। একথা জেনেই নিজের প্রতিশ্রুতি রাখেন ওই বিজেপি কর্মী৷ গ্রামের কালী ও শীতলা মন্দির সামনে নিজের মাথার চুল দান করে প্রতিশ্রুতি পূরণ করলেন। বিজয় উৎসব পালন করলেন গ্রামের সমস্ত বিজেপি সমর্থক।

advertisement

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ভোট যেতে না যেতেই মাথা কামিয়ে ফেললেন বিজেপি কর্মী, কেন কী এমন ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল