আরও পড়ুনঃ অবাক কাণ্ড! পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল নেতা, শেষে যা হল
মনোনয়ন পর্বে এগরায় পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন সাংসদ দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুরের এগরা ১ বিডিও অফিস এবং এগরা ২ বিডিও অফিস পরিদর্শন করেন। পাশাপাশি তিনি দুটো ব্লকের বিডিও তথা ব্লক নির্বাচন অধিকারীকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন। এদিন কুদিতে এগরা ১ বিডিও অফিসের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই ব্লকের দুই বিডিওর কাজের প্রশংসা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
advertisement
পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্ব চলবে ১৫ জুন পর্যন্ত। দিকে দিকে শাসকদল বাদে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ব্লক অফিসে তাঁদের নমিনেশন জমা করছে। আর এই নমিনেশন পর্বে এগরা এক ও দুই ব্লকের বিডিওদের সুষ্ঠু মনোনয়ন পেশের ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ প্রশংসা করেন। তিনি বলেন, ‘এগরা এক ও দুই ব্লকের বিডিওদের সঙ্গে কথা বললাম, মনোনয়ন জমা দেওয়ার কাজও ঘুরে দেখলাম। সুষ্ঠুভাবে প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র জমা দিচ্ছে। বিডিওরা এক্ষেত্রে ভাল কাজ করেছে।’
বিডিওদের প্রশংসার পাশাপাশি শাসকদলের তুলোধনা করে তিনি বলেন, ‘তৃণমূলের লোকেরা নির্বাচনের আদর্শ আচরণ বিধি মানছেন না। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে গিয়েছিলাম সেখানেও দেখলাম তৃণমূলের লোকজনেরা বিডিও অফিসের সামনের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করে বসে আছে। সেক্ষেত্রে বিডিওদের উচিত এক একদিন এক একটা পার্টিকে মনোনয়ন করতে দেওয়া হোক। সারা দুনিয়ায় ভোটে কোথাও অশান্তি হয় না একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া।’
Saikat Shee