এমনই অভিনব প্রচারের চিত্র ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর সিটে নির্দল প্রার্থী মদন কুমার মণ্ডল এমনই অভিনব ফ্লেক্স টানিয়ে প্রচার করছেন। মদন বাবু দীর্ঘদিন বিজেপি কর্মীছিলেন। পার্টির অনুমতি নিয়েই মনোনয়ন পত্র করেন মদন কুমার মণ্ডল। তবে শেষমুহুর্তে অজ্ঞাত কোন কারণে দলীয় টিকিট পাননি। সেই জায়গায় কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর সিটে বিজেপির টিকিট পান বিশ্বজিৎ মণ্ডল। তবে এই ঘটনার পরই মদন বাবু নির্দল প্রার্থী হিসেবে বিবেচিত হন।
advertisement
আরও পড়ুন: তুমুল ভাইরাল এই সিঙাড়া! কী দিয়ে তৈরি হচ্ছে জানেন? জিভে জল আসবে!
নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে নিজেকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে প্রচার করলেন তিনি। কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর আসনের কুশাড়, যোগীবেড়, পয়াগ, ধর্মবেড়, ক্ষেত্রহাট,পারুলিয়া ও পাথুরিয়া বুথ এলাকায় ফ্লেক্স টাঙান স্বয়ং মদন কুমার মণ্ডল। তিনি বার্তাই দিলেন, তাকে যেন না ভোট দেওয়া হয়। তাকে ভোট না দিয়ে বিজেপিকে সরসরি ভোট দেওয়ার আহ্বান জানান তিনি জানান বিজেপিতে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। মদন মণ্ডলের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিজেপির কোলাঘাট ব্লক কনভেনর তথা বিজেপি জেলা সহ সভাপতি তুষার দোলই।
Saikat Shee