গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তর জানিয়েও কোনও সুরাহা পাননি গ্রামের মানুষ। বছরের পর বছর বর্ষাকালে এই রাস্তা চলাচল এর অযোগ্য হয়ে যায়। অবশেষে ক্ষোভে জমির বদলে রাস্তার মাঝেই ধানের চারা রোপণ করেন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদান শিবির
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের অধীন আশদতলা গ্ৰামে দীর্ঘদিন রাস্তা খারাপ ও জলের সমস্যার কারণে নন্দীগ্রাম তেরোপেখিয়া রোড বেদ মন্দির বাসস্ট্যান্ডে অবরোধ করল গ্রামের মহিলারা। তাদের দাবি দীর্ঘদিন এইগ্রামে পঞ্চায়েত অফিসে ও দুয়ারে সরকারে জানিয়ে কোনও লাভ হয়নি।
advertisement
আরও পড়ুনঃ ব্যক্তিগত পুকুর ভরাট করতে গিয়ে বিপাকে মহিষাদলের এক ব্যক্তি!
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসারদের কাছে বিক্ষোভকারিরা তাদের ক্ষোভ উগরেদেয়। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। জেলা জুড়ে রাস্তার দাবিতে গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে প্রশাসনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
Saikat Shee