Purba Medinipur: ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদান শিবির

Last Updated:

ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিলেন তমলুকের আস্তাড়া গ্রামের এক শিক্ষক। শিক্ষকের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত হল ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে চুল দান শিবির।

+
ক্যান্সার

ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান। 

#পূর্ব মেদিনীপুর: ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিলেন তমলুকের আস্তাড়া গ্রামের এক শিক্ষক। শিক্ষকের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত হল ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে চুল দান শিবির। ক্যান্সার আক্রান্ত রোগীদের সৌন্দর্য রক্ষায় পরচুলা তৈরিতে এই চুলদান শিবির আয়োজিত হয়। শিক্ষক মৌসম মজুমদারের উদ্যোগে চুল দান শিবিরে স্কুল ছাত্রীসহ মোট ৪১ জন মহিলা তাদের মাথার চুল দান করেন। এই চুলদান শিবিরে পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার মহিলারাও চুল দানে এগিয়ে আসেন। পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর শহরের চুল দানকারী মহিলা উপমা দাস মহাপাত্র জানান, 'এই প্রথম ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে মাথার চুল দান করলাম। চুল দান করতে পেরে খুব খুশি।' প্রসঙ্গত আমরা সবাই জানি ক্যান্সারের চিকিৎসার কারণে রোগীদের মাথার চুল ঝরে পড়ে। রোগের পাশাপাশি মাথার চুল নিয়ে হীনমন্যতায় রোগীরা।
ফলে সৌন্দর্য বজায় রাখতে তাদের পরচুলা ব্যবহার করতে হয়। চাহিদা অনুযায়ী বাজারে পরচুলা পাওয়া যায় না। কারণ পথ চলে আসতে তৈরি হয় শুধুমাত্র মাথার চুল থেকে। একজনের জন্য পরচুলা তৈরি করতে কমপক্ষে পাঁচ জন মহিলার মাথার চুলের প্রয়োজন। বর্তমান সময়ে ক্যান্সার আক্রান্তদের সংখ্যা বাড়ছে।
advertisement
advertisement
পরচুলার চাহিদাও বাড়ছে। ফলে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে চুলদান শিবির আয়োজনের উদ্যোগ নেন শিক্ষক মৌসম মজুমদার। মেদিনীপুর কুইজকেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তত্ত্বাবধানে তমলুক থানার আস্তাড়া গ্রামে আয়োজিত হয় চুলদান শিবির। এ প্রসঙ্গে শিক্ষক মৌসুম মজুমদার জানান, ' জনপ্রিয় টেলিভিশন শো থেকে তিনি এ বিষয়ে অনুপ্রেরণা পান।
আরও পড়ুনঃ সাঁকো নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ
প্রথমে সামাজিক মাধ্যমের মধ্যে চুল দান বিষয়ে প্রচার চালান। তাতে সাড়া পাওয়া যায়। কিন্তু ক্যান্সার আক্রান্তদের জন্য এই চুলদান গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার জন্যই শিবিরের আয়োজন। আগামীদিনে আরও এরকম শিবির আয়োজন করা হবে।'
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদান শিবির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement