তাম্রলিপ্ত পৌরসভার এবারের নির্বাচনে শাসকদল, প্রধান বিরোধী দল ও অন্যান্য দল মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ছিল ৬৭ জন। সব দল মিলিয়ে এবারের নির্বাচনে মহিলা প্রার্থী সংখ্যা ছিল ২৫ জন (East Medinipur News)। বিভিন্ন দলের ২৫ জন মহিলা প্রার্থীর মধ্যে থেকে জয়লাভ করেছে ৮ জন মহিলা প্রার্থী। মোট কুড়িটি ওয়ার্ডের ১২ টি ওয়ার্ডে জয়ী হয়েছে পুরুষ প্রার্থী। ৮ টি ওয়ার্ডে জয়ী মহিলা প্রার্থীরা। তমলুক শহরের সাধারণ মানুষের ভরসা হয়ে উঠেছে মহিলা প্রার্থীরা। বিভিন্ন ওয়ার্ডে মহিলা প্রার্থীর বিপুল ভোটে জয় সেই কথাই বলছে। তাম্রলিপ্ত পৌরসভার নির্বাচনে দুটি ওয়ার্ড থেকে জয়ী হয়েছে প্রধান বিরোধী দল বিজেপির দুই মহিলা প্রার্থী। শাসক দল তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থীরা জয়ী হয়েছেন, ২, ৩, ৫, ৬, ৯, ১২ ও ১৬ নম্বর ওয়ার্ডে। বিরোধী দল মহিলা প্রার্থীরা জয়ী হয়েছেন, ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডে।
advertisement
তাম্রলিপ্ত পৌরসভার ভোটে মহিলা প্রার্থী দের উপর ভরসা রেখেছে তমলুক শহরের সাধারণ বাসিন্দারা। তাম্রলিপ্ত পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে, ১১২৮ ভোটে জয়ী হয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী বৈশাখী মাইতি। ৩ নম্বর ওয়ার্ডে ১৫৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃপ্তি ভট্টাচার্য। ৫ নম্বর ওয়ার্ডে ১৯১ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুফিয়া বেগম। ৬ নম্বর ওয়ার্ডে ৩৩১ ভোটে জয়ী তৃণমূলের স্বস্তিকা দাস। ৯ নম্বর ওয়ার্ডে ১৭২৮ ভোটে জয়ী তৃণমূলের আনোয়ারা বেগম। ১২ নম্বর ওয়ার্ডে ১১৯৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী লীনা মাভৈঃ রায়। ১৬ নম্বর ওয়ার্ড থেকে ৭৮৭ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবশ্রী দাস মাইতি।অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপির দুই মহিলা প্রার্থী তাম্রলিপ্ত পৌরসভার দুটি ওয়ার্ডে জয়লাভ করেছেন। ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপির প্রার্থী জয়া দাস নায়ক ১২০ ভোটে জয়লাভ করেছেন এবং ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শবরী চক্রবর্তী ১৮৫ ভোটে জয়লাভ করেছেন।
তাম্রলিপ্ত পৌরসভার ২০ টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডে জয় ছিনিয়ে নেয় শাসক ও বিরোধী দলের মহিলা প্রার্থীরা। তাম্রলিপ্ত পৌরসভার সাধারণ মানুষ ভরসা রেখেছে বাড়ির মেয়েদের ওপর। এখন দেখার, পরিবার ও সংসার সামলে কতটা মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে পারে প্রার্থীরা।
Saikat Shee