বিয়ে বাড়ির যাত্রী বোঝাই বাসের চালক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসের সামনে হঠাৎই একটি ট্রাকের চাকা পড়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। চালকের দাবি, বাসটি ওই চাকার ওপর উঠে পড়ায় গাড়ির স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আর তাই বরযাত্রী বোঝাই বাসটি জাতীয় সড়কের ওপর উল্টে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: পরপর তিনটে দোকানে ধাক্কা মেরে উল্টে গেল বিয়েবাড়ির বাস, হাসপাতালে ভর্তি ৭ যাত্রী
জাতীয় সড়কে এই বাস দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পাঁশকুড়া থানার পুলিশ ক্রেন এনে বাসটি রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপরই আবার যান চলাচল শুরু হয় জাতীয় সড়ক দিয়ে। এই দুর্ঘটনার জেরে বিয়ে বাড়িতে যোগ দিতে যাওয়া বরযাত্রীদের আনন্দ মুহূর্তের মধ্যে মাটি হয়ে যায়। ২২ জন বরযাত্রীর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। বর্তমানে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
সৈকত শী





