TRENDING:

Digha Special Train: পর্যটকদের জন্য সুখবর! শীতের ভরা মরসুমে দিঘা স্পেশ‍্যাল এই লোকাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল

Last Updated:
Digha Special Train: সামনেই শীতের ভরা মরসুম। দিঘা ভ্রমণের পরিকল্পনা নিচ্ছেন পর্যটকরা। আর ঠিক সেই সময় রেল যাত্রীদের জন্য এল বড় সুখবর। ফের বাড়ান হয়েছে দিঘাগামী স্পেশ‍্যাল লোকাল ট্রেনের সময়সীমা।
advertisement
1/6
শীতের ভরা মরসুমে দিঘা স্পেশ‍্যাল এই লোকাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল
সামনেই শীতের ভরা মরসুম। দিঘা ভ্রমণের পরিকল্পনা নিচ্ছেন পর্যটকরা। আর ঠিক সেই সময় রেল যাত্রীদের জন্য এল বড় সুখবর। ফের বাড়ান হয়েছে দিঘাগামী স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা। দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের সময় থেকেই রেল কর্তৃপক্ষ পাঁশকুড়া-দিঘা রুটে দুটি স্পেশাল লোকাল ট্রেন চালু করেছিল। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটক সংখ্যা বেড়েছে।
advertisement
2/6
শীতের মরসুমে দিঘায় বাড়তি পর্যটকের কথা মাথায় রেখে, রেল কর্তৃপক্ষ আবারও দুটি স্পেশাল ট্রেন মেয়াদ বৃদ্ধি করেছে। ০৮১১৭ এবং ০৮১১৮ পাঁশকুড়া–দিঘা–পাঁশকুড়া স্পেশাল লোকাল ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পর্যটক ও স্থানীয় মানুষের সুবিধার্থেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।
advertisement
3/6
০৮১১৭ আপ ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া থেকে ছাড়ে এবং সকাল ৯টা ২০ মিনিটে দিঘায় পৌঁছে যায়। ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে দিঘা থেকে যাত্রা শুরু করে এবং সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছয়। যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামে এই দুটি ট্রেন।
advertisement
4/6
শীত পড়তেই দিঘায় পর্যটকদের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় ‌। ২৫ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে তো ভিড় আরও তুঙ্গে ওঠে। তাই এই দুটি স্পেশাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি নিঃসন্দেহে পর্যটকদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মালিকদের কাছেও স্বস্তির। যাত্রী চলাচল বাড়লে দিঘার পর্যটন অর্থনীতিও আরও চাঙ্গা হবে বলে আশা করছেন দিঘার ব্যবসায়ী মহল।
advertisement
5/6
দিঘা শংকরপুর হোটেলের অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন,“এবার শীতের ভরা মরসুমে দিঘায় পর্যটক সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়া জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথম বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। ইতিমধ্যেই অনেক হোটেল বুকিং ফুল। পর্যটকদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এতে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে।"
advertisement
6/6
এবার বর্ষবিদায় ও বর্ষ বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিঘায়। বিদেশে ধাঁচে আতশবাজি থেকে শুরু করে থাকছে প্রমোদতরী। এছাড়া নামিদামি শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠান ও থাকছে। ইতিমধ্যেই দিঘা কে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন হোটেল কর্তৃপক্ষ। নিরাপত্তা স্বার্থে বৈঠকও হয়েছে প্রশাসনিক মহলে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Special Train: পর্যটকদের জন্য সুখবর! শীতের ভরা মরসুমে দিঘা স্পেশ‍্যাল এই লোকাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল