আরও পড়ুন: ৫০০ বছরের প্রাচীন নবদ্বীপের মা আগমেশ্বরী, মূর্তি তৈরি থেকে বিসর্জন হয় কালী পুজোর রাতেই
‘তোমার শহর চুরি করেছে আমার সাধের গ্রাম সভ্যতা, তুমি জেনে রাখো দিতে হবে তার দাম!’ গ্রাম চুরি থিমের এটাই হল মূল কথা। বর্তমান সময়ে নগর কেন্দ্রিক সভ্যতা জীবন যাপনের পরিসর হারাচ্ছে। নাগরিক ব্যস্ততা গ্রাস করছে গ্রাম্য সভ্যতাকে। গ্রাম ভেঙে গড়ে উঠছে শহর। উঁচু উঁচু বিল্ডিংয়ে একসঙ্গে বহু পরিবার বাস করার পরও নাগরিক চেতনার মাঝে হারিয়ে যাচ্ছে বেঁচে থাকার আসল পরিসর। সেটাই এবার কালীপুজোর থিমের মাধ্যমে ফুটে উঠবে তমলুক শহরে।
advertisement
এই বিষয়ে মণ্ডপ শিল্পী বলেন, এখন মানুষ বেঁচে থাকা বলতে বোঝে শুধু স্ট্যাটাস সিম্বল। ফলে তাঁরা অনেকটা কৃত্রিম হয়ে উঠছেন। এই থিমের মাধ্যমে সেটাও ফুটিয়ে তোলা হয়েছে। পুজোর মণ্ডপে উঁচু উঁচু বিল্ডিংয়ের মডেলের পাশাপাশি গ্রাম্য প্রকৃতি ফুটিয়ে তোলার কাজ চলছে।
তমলুক শহরের অন্যতম এই কালীপুজোর উদ্যোক্তাদের কথায়, নগরকেন্দ্রিক সভ্যতার হাত থেকে রেহাই পায়নি মফসলের গ্রামগুলিও। তাই এবারে তাঁদের পুজোর থিম ‘গ্রাম চুরি’। প্রতিবছর জেলার পাশাপাশি ভিন জেলার দর্শনার্থীরাও তাঁদের পুজো দেখতে আসেন। এবারও তার অন্যথা হবে না বলে পুজোর উদ্যোক্তাদের আশা।
সৈকত শী