দীক্ষালাভের পর ৪২ বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে নেশা মুক্তির বাণী ছড়িয়ে দিতে দিতে প্রায় ৫১ হাজার কিমি পথ হেঁটে কোলাঘাটে পৌঁছলেন জৈন সন্যাসী জিনেশজী। তাঁর জন্ম ১৯৬৫ সালে রাজস্থানের বাঢ়মের জেলায়। ১৯৮০ সালে ১৫ বছর বয়সে জৈনধর্মে দীক্ষা গ্রহণ করেন। তারপরই ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েন অহিংসার বাণী ও আদর্শ প্রচার করতে। সেই থেকে ৪২ বছর হয়ে গেল, তিনি অবিরাম হেঁটেই চলেছেন। এই ৪২ বছরে এমন একটাও দিন যায়নি যেদিন তিনি পথ হাঁটেননি!
advertisement
অহিংসা, সদ্ভাব ও নেশামুক্তি ভারত এই তিন লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই দেশের বহু রাজ্য ঘুরে ফেলেছেন জিনেশজী। জন্মভূমি রাজস্থানের পাশাপাশি গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা সহ প্রায় ১৪ টি রাজ্য পরিক্রমা করে বাংলায় এসে পৌঁছেছেন। প্রতিবেশী রাজ্য ওড়িশার কটক হয়ে বাংলার কোলাঘাটে পৌঁছেছেন এই জৈন সন্ন্যাসী। কোলাঘাটে আয়োজিত এক ধর্ম সভায় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন শুধু জিনেশজীকে একবার দেখার জন্য। সেই সঙ্গে তাঁর দর্শন এবং বাণী শোনার আকর্ষণ তো ছিলই।
আরও পড়ুন: সুন্দরবনে নৌকাডুবি, একটুর জন্য এড়ানো গেল বড় বিপদ
শনিবার জিনেশজী কোলাঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এক সাক্ষাৎকারে এই বিখ্যাত জৈন সন্ন্যাসী জানান, অহিংসা, সদ্ভাবনা এবং নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্য প্রচারের জন্যই তিনি এভাবে বছরের পর বছর পথ হাঁটছেন। যতদিন বেঁচে থাকবেন এইভাবেই অহিংসার বাণী ও আদর্শ প্রচারে নিজেকে উৎসর্গ করে রাখবেন বলেও জানান।
কোলাঘাট মাড়োয়াড়ি জৈন সমাজের পক্ষে কিশোর বেদ বলেন, "জিনেশজীর হাজার হাজার কিমি পদব্রজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দৈনন্দিন জীবনে যে কঠোর কৃচ্ছসাধন, শৃঙ্খলাপরায়ণ ও সংযমী জীবনের যে উদাহরণ উনি তুলে ধরেছেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা আদর্শ দেশ গড়তে জিনেশজীর কথা যতটা সম্ভব পালন করব ও মেনে চলার চেষ্টা করব।"
সৈকত শী