প্রসঙ্গত মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর জেলা ভাগ হলেও জেলার মানুষের দাবি ছিল জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতালের। সেইমতো ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বরে গড়ে উঠেছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ১০০ আসন বিশিষ্ট এই মেডিকেল কলেজে পরিকাঠামো গড়ার কাজ কাজ প্রায় শেষ দিকে।
advertisement
আরও পড়ুনঃ হাতের মুঠোয় পৌর পরিষেবা পৌঁছতে উদ্যোগী হলদিয়া পৌরসভা
টিচিং রুম থেকে লাইবেরি, ল্যাবরেটরি গড়ে উঠেছে। গড়ে উঠেছে স্টাফ কোয়ার্টার, বয়েজ হোস্টেল, গার্লস হস্টেল। সমস্ত কিছু পরিকাঠামো খতিয়ে দেখে ইন্ডিয়ান মেডিকেল কমিশন মেডিকেল কলেজ শুরু করার ছাড়পত্র দিয়েছে আগেই। মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিকাঠামোগত আরও কিছু উন্নতি জন্য এদিন পরিদর্শনে আসে আই পি জি এম আর - এর উপদেষ্টারা। সমস্ত কিছু পরিদর্শন এরপর তামলিকতা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিকাঠামো দেখে খুশি উপদেষ্টা পরিদর্শকেরা।
আরও পড়ুনঃ জেলা থেকে সঙ্গীত, আবৃত্তি ও নাচের প্রতিভা তুলে আনতে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন
পরিদর্শক টিমের মধ্যে থাকা ডাক্তার অর্ণব সেনগুপ্ত জানিয়েছেন, 'তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পরিকাঠামো ঘুরে দেখলাম। নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। কলেজ অ্যান্ড হাসপাতালে নতুন বিল্ডিংয়ের পরিকাঠামো অনেক উন্নত। লাইব্রেরী থেকে ল্যাবটারী ক্লাসরুম থেকে অডিটোরিয়াম সমস্ত কিছুই সুন্দর করে সাজানো হচ্ছে। অনেক ইন্সট্রুমেন্ট এসেছে, অনেক ইন্সট্রুমেন্ট ইন্সটল করা হয়েছে। আরও পরে পরে ইন্সটল হবে।'
Saikat Shee