প্রসঙ্গত পুজো পার্বণ কিংবা উৎসব অনুষ্ঠানে মাইক ডিজে-এর দাপট পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। ডিজে-এর দাপটে কার্যত অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ মানুষ থেকে রোগী ও ছাত্রছাত্রীরা। জেলার বিভিন্ন প্রান্তে মধ্যরাত ও ভোররাত পর্যন্ত মাইক ও ডিজের দাপট দেখা যায় পুজো পার্বণে। ফলে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আনতে আরও কড়া হল পুলিশ প্রশাসন। এই বৈঠক থেকে জানিয়ে দেওয়া হয় কালী পুজোয় কোনওভাবে ডিজে ব্যবহার করা যাবে না। যারা সরকারি নির্দেশিকাকে মানবেন না তাঁদের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংস্থার পাশাপাশি সাউন্ড অপারেটরদেরও ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
আরও পড়ুন : Kali Puja 2022|| 'কালী গ্রাম' কান্দির গোকর্ণ, ছোট্ট গ্রামের পাড়ায় পাড়ায় গাঁথা পুজোর ইতিহাস
সাউন্ড অপারেটর মালিকদের কথায় পুজো কমিটি বা ক্লাবগুলির চাপের মুখে পড়ে তাঁরা ডিজে বাজান। তাই তাঁরা প্রশাসনের কাছে অনুরোধ করেন, এই দিকটাও খতিয়ে দেখার জন্য। জেলার মধ্যে তমলুকে সব থেকে বেশি কালীপুজো হয়ে থাকে। একাধিক বিগ বাজেটের পুজো থাকে। সেখানে ডিজে বাজানো হয় বলে অভিযোগ। যাতে তা নিয়ন্ত্রণ করা যায় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ।