TRENDING:

Kali Puja 2022:  কালীপুজোয় ডিজে-তাণ্ডব রুখতে কড়া পুলিশ প্রশাসন

Last Updated:

Kali Puja 2022 : জেলায় তমলুকে সব থেকে বেশি কালীপুজো হয়ে থাকে। একাধিক বিগ বাজাটের পুজো থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৈকত শী, তমলুক, পূর্ব মেদিনীপুর: সাউন্ড অপারেটরদের কড়া বার্তা পুলিশ প্রশাসনের, পুজোতে বাজানো যাবে না ডিজে। কালীপুজোয় মণ্ডপে ডিজের দাপাদাপি দেখা যায়। যার ফলে অতিষ্ঠ হয়ে ওঠে সাধারণ মানুষ। তাই যাতে ডিজে না ব্যবহার করা হয় তার জন্য জেলার সাউন্ড অপারেটরদের নিয়ে বৈঠক করল পুলিশ প্রশাসন। তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সাউন্ড অপারেটদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়। তমলুক থানার আইসি অরূপ সরকার-সহ প্রশাসনের আধিকারিকরা।
advertisement

প্রসঙ্গত পুজো পার্বণ কিংবা উৎসব অনুষ্ঠানে মাইক ডিজে-এর দাপট পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।  ডিজে-এর দাপটে কার্যত অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ মানুষ থেকে রোগী ও ছাত্রছাত্রীরা। জেলার বিভিন্ন প্রান্তে মধ্যরাত ও ভোররাত পর্যন্ত মাইক ও ডিজের দাপট দেখা যায় পুজো পার্বণে। ফলে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আনতে আরও কড়া হল পুলিশ প্রশাসন। এই বৈঠক থেকে জানিয়ে দেওয়া হয় কালী পুজোয় কোনওভাবে ডিজে ব্যবহার করা যাবে না। যারা সরকারি নির্দেশিকাকে মানবেন না তাঁদের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংস্থার পাশাপাশি সাউন্ড অপারেটরদেরও ব্যবস্থা গ্রহণ করা হবে।

advertisement

আরও পড়ুন : Kali Puja 2022|| 'কালী গ্রাম' কান্দির গোকর্ণ, ছোট্ট গ্রামের পাড়ায় পাড়ায় গাঁথা পুজোর ইতিহাস

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সাউন্ড অপারেটর মালিকদের কথায় পুজো কমিটি বা ক্লাবগুলির চাপের মুখে পড়ে তাঁরা ডিজে বাজান। তাই তাঁরা প্রশাসনের কাছে অনুরোধ করেন, এই দিকটাও খতিয়ে দেখার জন্য। জেলার মধ্যে তমলুকে সব থেকে বেশি কালীপুজো হয়ে থাকে। একাধিক বিগ বাজেটের পুজো থাকে। সেখানে ডিজে বাজানো হয় বলে অভিযোগ। যাতে তা নিয়ন্ত্রণ করা যায় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Kali Puja 2022:  কালীপুজোয় ডিজে-তাণ্ডব রুখতে কড়া পুলিশ প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল