আরও পড়ুন: বিজ্ঞান সাধক রামেন্দ্রসুন্দর ত্রিবেদিকে ভুলতে বসেছে বাঙালি
সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কোনঐ জেলাতেই জেলা পরিষদ দখল করতে পারেনি বিজেপি। তবে এরই মধ্যে শুভেন্দু নিজের জেলা পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সঙ্গে ভালই টক্কর দিয়েছে তারা। এর গোটা কৃতিত্ব শুভেন্দু ঘনিষ্ঠরা তাঁকেই দেওয়ার চেষ্টা করছেন। দলীয় বৈঠকেও এই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এই প্রেক্ষাপটে তাঁর এই ছবি নির্দেশিকা নতুন করে আলোড়ন ফেলেছে রাজ্য বিজেপির অভ্যন্তরে।
advertisement
সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। সেখান থেকেই এই নির্দেশ দিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি পরিচালিত বোর্ড গঠন করেছে ৬৯ টিতে। ২৫ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৪ টি তারা দখল করেছে। জেলা পরিষদ তৃণমূলের দখলে থাকলেও ১৪ টি আসনে জয়ী হয়ে চমকে দিয়েছে বিজেপি।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরে প্রায় ২ হাজার বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। তাঁদের সম্বর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের একটি সভা করেন বিরোধী দলনেতা। নিমতৌড়ি স্মৃতিসৌধ সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি এই তিনটি ছবি লাগানোর নির্দেশ দেন। এর পাশাপাশি তিনি দলের প্রধান, উপপ্রধান, সভাপতি এবং সহ-সভাপতিদের কক্ষে থাকা মুনি ঋষি ও মনীষীদের ছবি না খোলার পরামর্শও দেন। শুভেন্দু নিজের হাতে ওই তিনটি ছবি প্রধান, উপ-প্রধান ও সভাপতিদের হাতে তুলে দেন।
সৈকত শী