TRENDING:

Suvendu Adhikari: 'তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরেছে, আরও বাড়াতে হবে!' ফল দেখে দাবি শুভেন্দুর

Last Updated:

শাসক দলের থেকে সংখ্যালঘু ভোটাররা মুখ ফিরিয়ে নিলেও তা থেকে বিজেপি আদৌ লাভবান হয়েছে নাকি বাম-কংগ্রেস, তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: পঞ্চায়েত নির্বাচনের ফলকে প্রত্যাশিত ভাবেই প্রহসন বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ যদিও তাৎপর্যপূর্ণ ভাবে শুভেন্দু অধিকারী দাবি করলেন, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ফাটল ধরেছে৷ সেই ফাটলকে আরও চওড়া করাই এখন তাঁর লক্ষ্য বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement

যদিও শাসক দলের থেকে সংখ্যালঘু ভোটাররা মুখ ফিরিয়ে নিলেও তা থেকে বিজেপি আদৌ লাভবান হয়েছে নাকি বাম-কংগ্রেস, তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা৷

শুভেন্দু এ দিন দাবি করেছেন, নিরপেক্ষ ভোট হলে বিজেপি অন্তত তিরিশ হাজার গ্রাম পঞ্চায়েতের আসনে জয়লাভ করত৷ এর পরেই তাৎপর্যপূর্ণ ভাবে শুভেন্দু বলেন, ‘মুসলিম ভোটের সিংহভাগ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই রয়েছে৷ কিন্তু একটা বড় ফাটল ধরেছে৷’ বিরোধী দলনেতার দাবি, নিজের বিধানসভা এলাকা সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রামের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের ফল বিশ্লেষণ করেই এই উপলব্ধিতে পৌঁছেছেন তিনি৷

advertisement

আরও পড়ুন: মমতা নিজে গিয়েও শেষ রক্ষা হল না! বাজি বিস্ফোরণের খাদিকুল গ্রামে হারল তৃণমূল

শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে বিধানসভা ভোটের সময় এই সংখ্যালঘু ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়েছিলেন৷ আমাকে অথবা মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেননি৷ কিন্তু আগে যদি একশো জনই সংখ্যালঘুই তৃণমূলকে ভোট দিতেন, এখন ষাট জন দিচ্ছেন৷ এটাকে ধস বলে না, ফাটল বলে৷ এই ফাটলটাকেই আরও বাড়াতে হবে৷ চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য পরিষেবা নেই৷ পঞ্চায়েত ভোট পর্বেই গত ৯ জুন থেকে ৪৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ২২ জনই মুসলিম৷ এর পর সংখ্যালঘুরাই ঠিক করবেন তাঁরা এই সরকারকে তাড়াবেন নাকি মরবেন?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শুভেন্দুর নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামে সংখ্যালঘু ভোট উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে৷ তা সত্ত্বেও ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি দখল করেছে বিজেপি৷ আবার মুর্শিদাবাদ, মালদহের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলের চিন্তা বাড়িয়েছে বাম কংগ্রেস জোট৷ ফলে শাসক দলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ফাটল ধরে থাকলেও তা থেকে পদ্ম শিবির আদৌ উপকৃত হল কি না, তা নিয়ে বাক্য ব্যয় করেননি শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতার এই মৌনতাই প্রশ্ন তুলে দিচ্ছে, তৃণমূল থেকে সরে সংখ্যালঘু ভোট কি বাম-কংগ্রেসের ঝুলিতেই যাচ্ছে?

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: 'তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরেছে, আরও বাড়াতে হবে!' ফল দেখে দাবি শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল