নুরুদ্দিন হাতে এবার দিল্লী কাঁপাবে হাজার ফুটের দুর্গা। এ বছরের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লার গেটে দুর্গাপ্রতিমার পটচিত্র তৈরি হচ্ছে। সেখানেই এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করবেন। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থেকে বিশিষ্ট চিত্রকর নুরুদ্দিন চিত্রকরের নেতৃত্বে দশজনের একটি দল রাতদিন ধরে কাজ করে চলেছে।
আরও পড়ুন ঃ কোথায় গেল সেই ইলিশ? নেই গন্ধ-স্বাদ! কারণ শুনলে আঁতকে উঠবেন
advertisement
স্বাধীনতার পর এই প্রথম বাংলার পটচিত্র লালকেল্লায় অনুষ্ঠানে স্থান পাচ্ছে বলে দিল্লি থেকে জানালেন নুরুদ্দিন চিত্রকর। ষাট ফুট দীর্ঘ ও কুড়ি ফুট চওড়া এই পটচিত্রটিতে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর সহ এক কাঠামোর সাবেকি দুর্গাপ্রতিমা চিত্রিত হচ্ছে। এই কাজ শুরু হয়েছে ১৮ ই জুলাই। দিনরাত কাজ করছেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ১০ জন।
পাশাপাশি স্ত্রী কল্পনা চিত্রকর, মুসলেম চিত্রকর, মোমেনা চিত্রকর, চিন্টু চিত্রকর, মুক্তার চিত্রকর, বাপ্পা চিত্রকর, রোজিতা চিত্রকররা উপস্থিত রয়েছেন। তাদের এই দলে প্রায় সবাই হয় রাজ্য না হলে জেলা স্তরে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। নূরুদ্দিন চিত্রকরের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের হবিচক গ্রামে। তিনি দশ বছর বয়স থেকে প্রায় তিরিশ বছর ধরে এই কাজে যুক্ত আছেন।
আরও পড়ুন ঃ দিঘা যাওয়ার প্ল্যান করেছেন? ব্যাপক পরিবর্তন চলছে জেলায়
দিল্লির ডাক পেয়ে ১৮ ই জুলাই থেকে কাজ হাত লাগিয়েছেন চণ্ডীপুরের চিত্রকরেরা। ২০১৬ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান কল্পনা চিত্রকর। তার পরের বছর অর্থাৎ ২০১৭ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান তাঁর স্বামী নুরুদ্দিন। সে কারণেই দুর্গা পটচিত্র নির্মাণের ক্ষেত্রে বিবেচিত ও মনোনীত হন এই দম্পতি।
দিল্লিতে ভারতের সংষ্কৃতি ও প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের তদারকিতে দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে চলেছেন নুরুদ্দিন, কল্পনারা। তাঁদের দাবি, ‘ স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। সেই লালকেল্লার শোভা বাড়াবে বাংলার পটচিত্র। দেবী দুর্গার প্রতিরূপ দেখবে গোটা বিশ্ব। এর চাইতে আর কি ভাল হতে পারে! এই কাজে শামিল হতে পারা সত্যিই সৌভাগ্যের ব্যাপার।’
Saikat Shee