Digha News: দিঘা যাওয়ার প্ল্যান করেছেন? ব্যাপক পরিবর্তন চলছে জেলায়

Last Updated:

Digha: এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় সড়ক সহ রাজ্য সড়ক গুলিতে পথ নিরাপত্তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ ফাঁড়ি ও নতুন ট্রাফিক অফিস উদ্বোধন হল নন্দকুমার থানা এলাকায়...

+
দিঘা।

দিঘা।

নন্দকুমার: এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় সড়ক-সহ রাজ্য সড়ক গুলিতে পথ নিরাপত্তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ ফাঁড়ি ও নতুন ট্রাফিক অফিস উদ্বোধন হল নন্দকুমার থানা এলাকায়। উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে।
তমলুক মহকুমায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় অন্তর্গত এলাকায় মোট সাতটি পুলিশ ফাঁড়ি নতুনভাবে তৈরি করা হয়েছে। এ দিন একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়, পাশাপাশি একটি ট্রাফিক অফিসের উদ্বোধন হয়।
আরও পড়ুনঃ ট্রেনের বাথরুম থেকে ভেসে আসছে আজব শব্দ! দরজা খুলতেই চক্ষু চড়কগাছ, তোলপাড় ট্রেন
গ্রামাঞ্চলের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য তমলুক মহকুমায় মোট সাতটি পুলিশ ফাঁড়ি বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় করা হয়েছে। যার মধ্যে একটি নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়াচক এলাকায়। এই পুলিশ ফাঁড়ি তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠন করা হয়েছে। পুলিশ ফাঁড়িতে জিডি ও মিসিং ডায়েরির পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ কর্মী থাকবে বলে জানা যায় পুলিশ সূত্রে।
advertisement
advertisement
পুলিশ ফাঁড়ির পাশাপাশি অন্যদিকে নন্দকুমার থানার পাশেই নন্দকুমার ট্রাফিক উইংসের অফিস ঘর উদ্বোধন হল। দিঘা হোক কিংবা শিল্প শহর হলদিয়ায় যেতে হলে নন্দকুমারের উপর দিয়ে যেতে হয়। মেচেদা থেকে হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়ক আবার দিঘা যেতে হলে নন্দকুমার থেকে ১১৬ বি জাতীয় সড়ক ধরে যেতে হয়। ফলে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকে। প্রায়শই নন্দকুমার চৌরাস্তায় যানজট সৃষ্টি হয়। সেই যানজট সরিয়ে যাতে ঠিক পরিষেবা প্রদান করা যায় তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নন্দকুমারে ট্রাফিকের নতুন অফিস।
advertisement
নন্দকুমার থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস উদ্বোধনের পর পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার জানান, থানা থেকে দূরত্ব হওয়ার কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার মানুষ প্রয়োজনে থানায় আসতে সমস্যায় পড়ত। তাই এই পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। অন্যদিকে, নন্দকুমার দুটো জাতীয় সড়কের জংশন হওয়ায় ট্রাফিক সমস্যা মোকাবেলায় নতুন ট্রাফিক অফিসের উদ্বোধন করা হল।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha News: দিঘা যাওয়ার প্ল্যান করেছেন? ব্যাপক পরিবর্তন চলছে জেলায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement