Bangla News: কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বাথরুম থেকে ভেসে আসছে আজব শব্দ! দরজা খুলতেই চক্ষু চড়কগাছ, তোলপাড় ট্রেন
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরার বাথরুমে বিপুল পরিমাণ পাখি এবং তিনটি কুকুর ও বেশকিছু মাছ শিলিগুড়িতে আনা হচ্ছিল।
বাগডোগরা: ট্রেনের জেনারেল কামরার বাথরুম থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ পাখি। একইসঙ্গে উদ্ধার হয় তিনটি কুকুর ও বেশ কিছু মাছ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত কিছু।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরার বাথরুমে বিপুল পরিমাণ পাখি এবং তিনটি কুকুর ও বেশকিছু মাছ শিলিগুড়িতে আনা হচ্ছিল।
আরও পড়ুনঃ শ্রাবণ সোমবারের শিব পুজো, ২৩০ বছরের পুরনো মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়, দেখুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল সেই পাখিগুলিকে। গোপন সূত্রে বন দফতরের কাছে সেই খবর আসার পর রেল পুলিশকে সঙ্গে নিয়ে বাগডোগরা স্টেশনে ওই পাখিগুলিকে ট্রেন থেকে নামানো হয়। এরপরই সেখান থেকে উদ্ধার করা হয় পাখি ও কুকুরগুলিকে। তারপর সেগুলিকে নিয়ে আসা হয় বাগডোগরা বন দফতরের কার্যালয়ে।
advertisement
advertisement
ঘটনায় যে ব্যক্তি এই জিনিসগুলি কলকাতা থেকে শিলিগুড়িতে নিয়ে আসছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখছে বন দফতর। তবে বন্যপ্রাণ আইন অনুযায়ী, এই ঘটনায় মামলা দায়ের করা হবে কিনা এখনও জানা যায়নি।
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 31, 2023 7:12 PM IST







