মহিষাদলের ঐতিহাসিক রথযাত্রা নিয়ে মানুষের আবেগ রয়েছে বিস্তর। প্রতি বছর এই রথযাত্রার উৎসবে সামিল হতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লক্ষাধিক পূণ্যার্থী। ওই সময় মহিষাদল শহর যানজট মুক্ত রাখাই মস্ত বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে রথযাত্রার গাইড ম্যাপ প্রকাশিত হয়েছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ঝুলিয়ে দেওয়া হয়েছে পথ নির্দেশিকার চিত্র। রথ যাত্রার দিন কোন সময় কোন পথে যান চলাচল নিয়ন্ত্রণ হবে, কিভাবেই বা নির্বিঘ্নে জগন্নাথ দেবের দর্শন করবেন তারই খুঁটিনাটি তুলে ধরা হয়েছে এই গাইড ম্যাপের মাধ্যমে।
advertisement
আরও পড়ুন – Yellow Alert Flood: হু হু করে বেড়ে যাচ্ছে জল, তুমুল সতর্কতা জারি, এরপর কী হবে আশঙ্কার মেঘ
মহিষাদলের প্রাণকেন্দ্রে রয়েছে শতাব্দী প্রাচীন রথটি। বিভিন্ন ঐতিহাসিক তথ্য মতে ১৮৭৭ সালে এই রথযাত্রাটির সূচনা করেছিলেন রাণী জানকী দেবী। তারপর থেকেই ধীরে ধীরে এই রথযাত্রার সঙ্গে জড়িয়ে গিয়েছে সাধারণ মানুষের আবেগ। রাজবাড়ির গোপালজীউ মন্দির থেকে মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা প্রায় ১ কিমি রথ সড়ক ধরে রথে চড়ে যাবেন মাসীবাড়ি। এক সপ্তাহ বাদে আবারও তাঁরা ফিরে আসবেন উল্টো রথে রাজবাড়ির মন্দিরে।
আরও দেখুন- Red Alert: সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি! যা পরিস্থিতি, দেখুন তোলপাড় ভিডিও
মহিষাদল থানা থেকে জানানো হয়েছে, বড় রথ ও উল্টো রথ এই দু’দিন যান চলাচল নিয়ন্ত্রণ হবে কঠোর ভাবে। যান নিয়ন্ত্রণ হবে বেলা ১টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। রথ ও উল্টো রথের দিন মহিষাদলের রাস্তার একাধিক জায়গায় নো এন্ট্রি করা হয়েছে। মহিষাদল রথে ভক্তরা যাতে সুষ্ঠু ও শৃঙ্খলা পরায়ণভাবে রথ টেনে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে পারে তার জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে বলে জানা যায় মহিষাদল থানা থেকে। এদিন নেত্র উৎসব থেকেই মহিষাদলের রথের সূচনা হয়েছে।
Saikat Shee