TRENDING:

East Medinipur News: লোক আদালতের শুনানিতে নজির পূর্ব মেদিনীপুরের, একদিনে উঠল ১৪ হাজারের বেশি মামলা!

Last Updated:

লোক আদালতের বড় সাফল্য পূর্ব মেদিনীপুরে। একদিনের শুনানি হল ১৪ হাজারেরও বেশি মামলার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: এদেশের আদালতে প্রতিনিয়ত মামলার পাহাড় একটু একটু করে বাড়ছে। তার উপর আছে রায়দানের দীর্ঘসূত্রিতা। এর ফলে বিচার প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হন। আর তাই আদালতে মামলার সংখ্যা কমাতে লোক আদালতের উপর জোর দেওয়া হচ্ছে। এই বছরের প্রথম লোক আদালত বসেছিল শনিবার। এদিন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই ১৪ হাজারেরও বেশি মামলার শুনানি হয়। যা কার্যত নজিরবিহীন।
advertisement

প্রতিবছর চারটি করে জাতীয় লোক আদালত দিবস আয়োজন করা হয়। সেই প্রথা মেনে এই ১১ ফেব্রুয়ারি ছিল বছরের প্রথম লোক আদালত দিবস। দেশের অন্যান্য জায়গার মতো পূর্ব মেদিনীপুর জেলাতেও লোক আদালত বসে। তমলুক সদর আদালত, হলদিয়া ও কাঁথি মহাকুমা আদালতে জাতীয় লোক আদালত দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়। ব্যবস্থাপনায় ছিল পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। তিনটি আদালতে মোট ১৭ টি বেঞ্চে ১৪ হাজার ৫৪২টি মামলার শুনানি শুরু হয়।

advertisement

মামলাগুলিরগুলি নিষ্পত্তির জন্য তমলুক এবং কাঁথিতে আটটি করে বেঞ্চ ও হলদিয়াতে একটি বেঞ্চের মাধ্যমে শুনানি হবে। তমলুকে ৭ হাজার ৭৮০ টি মামলা, কাঁথিতে ৫ হাজার ২৫১ টি মামলা এবং হলদিয়াতে ১ হাজার ৫১১ মামলার শুনানি হয় শনিবার। তমলুকে লোক আদালতের বেঞ্চগুলি পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলা দায়রা বিচারক সুযশা মুখার্জি। সঙ্গে ছিলেন অন্যান্য বিচারক সহ আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা। বহু মানুষ আদালতে উপস্থিত হয়ে এই জাতীয় লোক আদালতের মাধ্যমে নিজেদের সমস্যা মিটিয়ে নিতে তৎপর হয়েছেন।

advertisement

আরও পড়ুন: নারায়ণগড়ে শুরু হয়েছে যাত্রা উৎসব

View More

জেলা ও দায়রা বিচারক সুযশা মুখার্জী জানিয়েছেন, এই লোক আদালতের মাধ্যমে বহু মানুষ তাঁদের দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে নিতে পারবেন সহজেই। জেলার বিভিন্ন আদালতে এই মামলাগুলি দীর্ঘদিন ধরেই চলছিল। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য‌ই লোক আদালতের গুরুত্ব দিন দিন বাড়ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: লোক আদালতের শুনানিতে নজির পূর্ব মেদিনীপুরের, একদিনে উঠল ১৪ হাজারের বেশি মামলা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল