আরও পড়ুন: নেতাজির উত্তরসূরিদের পদধূলি পেয়ে আবেগে ভাসল নীলকন্ঠ নিবাস
এই লক্ষ্যেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হেড পোস্ট অফিসে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য বিশেষ পার্সেল ইউনিট পরিষেবা চালু হল। এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক বিভাগের দক্ষিণবঙ্গ জোনের পোস্ট-মাস্টার জেনারেল শশী শালিনী কুজুর। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ জোনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সঞ্জীব আচার্য সহ পোস্ট অফিসের একাধিক আধিকারিকগণ। এখানে একটিতে পার্সেল প্যাকেজিং ও অপরদিকে বুকিংয়ের কাজ হবে। পুরো ভারতবর্ষ জুড়ে প্রায় হাজারটি পোস্ট অফিসে এই পরিষেবা পাওয়া যাবে।
advertisement
ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের ২২ টি পোস্ট অফিসে এই পরিষেবা চালু হয়েছে। যার মধ্যে দক্ষিণবঙ্গে ৯ টি পোস্ট অফিস আছে। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জানা গিয়েছে, তমলুক নিয়ে এখনো পর্যন্ত সাতটি ডাকঘরে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িতদের এই বিশেষ পার্সেল পরিষেবার সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে ছোট ছোট ব্যবসায়ীদের লাভের পরিমাণ বাড়বে বলে আশা করছে সরকার।
সৈকত শী





