Purulia News: নেতাজির উত্তরসূরিদের পদধূলি পেয়ে আবেগে ভাসল নীলকন্ঠ নিবাস

Last Updated:

পুরুলিয়ার বিখ্যাত নীলকন্ঠ নিবাসে হাজির হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যরা। তাঁদের কাছে পেয়ে খুশি চট্টোপাধ্যায় পরিবারের সকলে

+
title=

পুরুলিয়া: ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর মানভূমের নীলকণ্ঠ নিবাসে রাত্রী যাপন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর স্মৃতিকে আজও সযত্নে আগলে রেখেছে সমগ্র পরিবার। ‌এরপর কেটে গিয়েছে দীর্ঘ ৮৪ টা বছর। ফের নীলকন্ঠ নিবাসে পা রাখলেন বসু পরিবারের সদস্যরা। পুরুলিয়ার প্রয়াত নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত বাড়িতে এলেন নেতাজির উত্তরসূরিরা। সুভাষচন্দ্র বসুর দুই পৌত্র সুগত বসু ও সুমন্ত বসু বৃহস্পতিবার নীলকন্ঠ নিবাসে যান। ‌সাক্ষাৎ করেন নীলকন্ঠ পরিবারের সদস্যদের সঙ্গে। ঘুরে দেখেন সমগ্র নীলকন্ঠ নিবাস, নেতাজি যে ঘরে রাত্রি যাপন করেছিলেন সেখানেও যান তাঁরা। নেতাজির উত্তরসূরীদের কাছে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে যান নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের পরিবারের আজকের প্রজন্ম।
পুরুলিয়ার এই বাড়িটিতে নেতাজি যে ঘরে রাত্রি যাপন করেছিলেন সেই ঘর আজ প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবে নেতাজির স্মৃতি রক্ষার জন্য সেই ঘরকে হেরিটেজ তকমা দেওয়ার বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন সুমন্ত বসু। এই বিষয়ে নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র রাজশ্রী চট্টোপাধ্যায় বলেন, যার পদধূলিতে গর্বিত গোটা নীলকন্ঠ নিবাস তাঁর উত্তরসূরিরা পুনরায় পা রেখেছেন এখানে। ‌এই খুশি ভাষায় প্রকাশ করা যাবে না।
advertisement
advertisement
সাবেক মানভূমের পুরুলিয়া জেলায় মোট চার বার এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ‌কংগ্রেস ছেড়ে গড়ে তুলেছিলেন ফরোয়ার্ড ব্লক। সেই তাদের সাংগঠনিক শক্তির বিকাশ ও প্রসারের কাজে ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর পুরুলিয়ার নামাপাড়া নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাত্রি যাপন করেছিলেন তিনি। জ্বর গায়ে নিয়েও সেবার গোটা জেলাজুড়ে মোট ৩০ টি সভা করেছিলেন নেতাজি। তাঁর উত্তরসূরীদের পুরুলিয়ায় পুনরায় পদার্পণ যেন সেই স্মৃতিকেই নাড়া দিল।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: নেতাজির উত্তরসূরিদের পদধূলি পেয়ে আবেগে ভাসল নীলকন্ঠ নিবাস
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement