আরও পড়ুন: প্রতি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, স্বস্তিতে ভোট কর্মীরা
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট, তমলুক, হলদিয়া, ময়না সহ বিভিন্ন ব্লকের ডিসিআরসি ক্যাম্প থেকে বুথে বুথে রওনা দেন ভোট কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। এবারের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমার পর্ব শুরু হতেই খুনাখুনি শুরু হয়ে যায় গ্রাম বাংলাজুড়ে। নানান জায়গা থেকে সংঘর্ষের খবর আসতে থাকে। ফলে এবারে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা নিয়ে কিছুটা হলেও ভয় ছিল ভোট কর্মীদের মনে। কিন্তু শেষ পর্যন্ত প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ভোট কর্মীরা।
advertisement
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উপনগরীর কেটিপিপি উচ্চ বিদ্যালয়ে ডিসিআরসি ক্যাম্প অফিস হয়। সেখান থেকে ভোট কর্মীরা নির্বাচনের যাবতীয় উপকরণ সংগ্রহ করে শুক্রবার বেলার দিকে বুথমুখী হন। পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র এই দৃশ্য দেখা গিয়েছে। জেলার সবথেকে বেশি বুথ বা পোলিং স্টেশন আছে পাঁশকুড়া ব্লকে। এই ব্লকে বুথের সংখ্যা ২৬২। এর পরই আছে কোলাঘাট। এই ব্লকে বুথের সংখ্যা ২৫৯ টি। জেলার সদর ব্লক তমলুকে বুথের সংখ্যা ১৯১ টি। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে কম বুথ আছে হলদিয়ায়। এখানে মাত্র ৮৫ টি বুথ আছে। সব মিলিয়ে জেলার ৪১২৮ টি বুথে ভোট কর্মীর সংখ্যা মোট ২০,৬৪০ জন।
সৈকত শী