অপহরণকারী অভিজিৎ সিট নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে। তিনি কাঁথি রেলস্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। পরিবারের লোকজন জানান, সুস্থভাবে ছেলেকে ফিরে পেয়েছেন। আর কিছুই তাঁদের চাওয়ার নেই। এই ঘটনা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কী উদ্দেশে নাবালককেকে অপহরণ তা জানার চেষ্টা করছে কাঁথি থানার পুলিশ। সূত্রের খবর, প্রায়শই ওই নাবালক বাবার দোকানে এসে বসতেন ধৃত ব্যক্তি। ১২ জুলাই অভিযুক্ত অভিজিৎ বলেছিলেন, বাড়িতে অনুষ্ঠান আছে। তাই ওই নাবালককে নিয়ে যাবেন। ঘণ্টাখানেকের মধ্যে ফিরিয়ে দেবেনও বলেন। তাতেই রাজি হয়ে যান ওই ব্যক্তি। কিন্তু এরপরই দীর্ঘ সময় নাবালক ফেরেনি। অভিজিতের ফোনও বন্ধ ছিল। এরপরই ওই ব্যবসায়ীর বাড়ি মুক্তিপণ চেয়ে ফোন আসে।
advertisement
ওই নাবালকের মা জানান, ফোনে বলা হয়েছিল দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে পিছাবনির কাছে একটি লাল গাড়ি দাঁড়িয়ে থাকবে। সেখানে গিয়ে টাকা দিতে হবে। এরপরই শুরু হয় পুলিশ-ট্র্যাকিং। কাঁথি থানার আধিকারিক অমলেন্দু বিশ্বাস বলেন, ধৃতকে আদালতে তোলা হয়েছিল। আদালতের নির্দেশে ২১ জুলাই শুক্রবার টি আই প্যারেড হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Saikat Shee