TRENDING:

Purba Medinipur News: পাঁশকুড়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই অভিযুক্ত গ্রেফতার

Last Updated:

পাঁশকুড়ার বিস্ফোরণ স্থলে ফরেনসিক টিম। মৃত কিশোরের পরিবারের এনআইএ তদন্তের দাবি। মঙ্গলবার পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে শব্দবাজি বিস্ফোরণে মৃত্যু হয় এক কিশোর ও এক মহিলার। চার দিনের মাথায় ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঁশকুড়া : পাঁশকুড়ার বিস্ফোরণ স্থলে ফরেনসিক টিম। মৃত কিশোরের পরিবারের এনআইএ তদন্তের দাবি। মঙ্গলবার পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে শব্দবাজি বিস্ফোরণে মৃত্যু হয় এক কিশোর ও এক মহিলার। চার দিনের মাথায় ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল। বিকাল তিনটে নাগাদ ৩ প্রতিনিধির টিম এসে নমুনা সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে সব রকম নমুনা সংগ্রহ করেছে তারা। বাজি তৈরি করার বারুদ, বিস্ফোরণ স্থলের মাটি, শব্দবাজি তৈরি করার সরঞ্জাম সংগ্রহ করেন ফরেনসিক দল। ওই বিস্ফোরণের ফলে মৃত নবম শ্রেণীর কিশোর শম্ভু (প্রদীপ) সামন্ত-এর পরিবার দাবি করেন পুলিশ সঠিক তদন্ত করছে না।
advertisement

চার দিন কেটে যাওয়ার পরে যার বাড়িতে শব্দবাজি তৈরি হয় সেই মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তা পলাতক। তবে পুলিশ তার দুই ছেলেকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানা এলাকার চিলকা থেকে। তাই সঠিক তদন্তের জন্য এনআইএ তদন্ত চাই। পাঁশকুড়ার সাধুয়াপোতার বিস্ফোরণ কান্ডে গ্রেফতার শ্রীকান্ত ভক্তার দুই ছেলে অতনু সান্তনু ভক্তা।

advertisement

আরও পড়ুনঃ মোবাইল টাওয়ার বসানোর নাম করে আর্থিক প্রতারণা! হল না শেষরক্ষা

পাঁশকুড়ার সাধুয়াপোতার বাজি কারখানায় বিস্ফোরণ কান্ডের চারদিন পর শুক্রবার রাতে চিলকা থেকে গ্রেফতার করে, ধৃতদের আজ তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়। তবে মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তা এখনো পলাতক। দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এদিন পাঁশকুড়াতে সংবাদ মাধ্যমের মুখোমুখি পাঁশকুড়া থানার আইসি আশীষ মজুমদার জানান, মূল অভিযুক্ত এখনো পলাতক হলেও ওই বিস্ফোরণ ঘটনায় অন্য দুই অভিযুক্ত কে গ্রেফতার করে এদিন পূর্ব মেদিনীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ লাভজনক মাছ চাষের মাধ্যমে নন্দীগ্রামে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য

 

 

মূল ঘটনা তদন্তের জন্য এই দুই অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তবে পাঁশকুড়া বাজি কারখানায় বিস্ফোরণে মৃত নাবালক প্রদীপ সামন্তের মা পরিবার এই ঘটনার সঠিক তদন্তের জন্য NIA তদন্তের দাবি করেছেন।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: পাঁশকুড়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই অভিযুক্ত গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল