অষ্টমীর সকালে বৃষ্টি মাথায় নিয়ে মানুষজন বেরিয়ে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। কার্যত বৃষ্টি নামক অসুরকে পরাজিত করে দেবী মহামায়ার চরণে মহাঅষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য মণ্ডপে মণ্ডপে মানুষের লম্বা লাইন। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বনেদী বাড়ি ঠাকুরদালানের পাশাপাশি প্রায় প্রতিটি দুর্গা পুজোর মণ্ডপে অষ্টমী সকালে বৃষ্টি মাথায় নিয়ে মানুষের ঢল নামে অঞ্জলি দেওয়ার জন্য। করোনার কারণে দুর্গা পূজার মহাঅষ্টমীতে বহু মানুষ চরণে অঞ্জলি দিতে পারেনি।
advertisement
আরও পড়ুনঃ এবারের দুর্গাপুজোয় মেচেদার বড় চমক থিম 'সময়'
মানুষের মনের সেই খেদ যেন এবার পুষিয়ে নেওয়ার পালা, তাই বৃষ্টি মাথায় নিয়ে মন্ডপে ভিড় করেছে মানুষজন। নন্দকুমারের একটি পুজো মণ্ডপে সকালে অষ্টমীর পুজো পাঠের পর শুরু হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার কাজ। বৃষ্টিতে ভিজে লম্বা লাইন করে অঞ্জলি দিতে পূজা মন্ডপে প্রবেশ করছে। দুর্গা পূজার মহাঅষ্টমীর দিন সকালে পূজা মন্ডপের সামনে ভিড় সামাল যেতে কার্যত হিমশিম খাচ্ছে, পুজো উদ্যোক্তারা।
Saikat Shee