এই পার্কের ভেতরে রয়েছে শিশু ছেলেমেয়েদের খেলার জায়গা, ওপেন থিয়েটার হল, প্রেস কর্নার, ফুড সেন্টার। অনেকগুলো শৌচালয়। পৌরসভা গঠিত হওয়ার পরেই শহরবাসীর চাহিদা ছিল শহরে একটি অত্যাধুনিক মানের পার্ক। পাঁশকুড়া পৌরসভার পাশেই গড়ে ওঠা বিদ্যাসাগর উদ্যান শহরবাসীর সেই চাহিদা পূরণ করেছে। এতদিন বিকেলের পর থেকে রাত্রি পর্যন্ত পার্কে মানুষের ভিড় চোখে পড়ার মতো। সকালবেলায় যারা প্রাতঃভ্রমণ এ বেরায় তাদের কাছেও জনপ্রিয় উঠেছে এই পার্ক। আর উৎসব অনুষ্ঠানে এই পার্ক হয়ে উঠেছে অন্যতম ঘোরার জায়গা।
advertisement
আরও পড়ুনঃ সাধুপোতা গ্রাম যেন বারুদের স্তূপ! বিস্ফোরণে মৃত দুই, বাজেয়াপ্ত বাজির মশলা
পাঁশকুড়া শহরবাসী সহ পূর্ব মেদিনীপুর জেলা ও পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলার লোকেদের কাছে এই পার্ক আর ক্রমশই জনপ্রিয়তা লাভ করছে বলে জানান পাঁশকুড়া পৌরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র। সামনে ফুলের মূরশুমে এই পার্ক আরও জনপ্রিয়তা লাভ করবে বলে জানান তিনি। পাঁশকুড়া পৌরসভার এই পার্ক খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত। পার্কে প্রবেশের টিকিট মূল্য কুড়ি টাকা। উৎসবের মরশুমে বহু মানুষ পার্কে এসে সময় কাটাচ্ছে আর যা দেখে পাঁশকুড়া পৌরসভার আয় বেড়েছে।
Saikat Shee