কোলাঘাটের ইলিশের এক সময় খ্যাতি ছিল। বেশ কয়েক বছর ধরেই রূপনারায়ণের ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ইলিশ প্রিয় বাঙালি। এ বছরও ভরা বর্ষাতে নদীতে জাল ফেলেও দেখা মিলছে না ইলিশ মাছের। বর্ষাকালে অনেকেই এখনও ইলিশের আশায় রূপনারায়ণ নদে জাল ফেলায়। কিন্তু সেভাবে জালে ইলিশ মাছ ধরা পড়ছে না। হতাশ স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। কোলাঘাটের এক মৎস্যজীবী জানান, রূপনারায়ণের ইলিশ পেতে ফি - বছরই ভিড় জমান ইলিশপ্রেমীরা। এবারও ভিড় হচ্ছে, কিন্তু ইলিশ মিলছে না।
advertisement
আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল সরকারি জায়গায় থাকা অবৈধ নির্মাণ
রূপনারায়ণে রুপোলি ইলিশ এখন কালেভদ্রে দুটো - একটা ধরা পড়ছে। শেষ ৪-৫ বছর ধরে এখানে মাছ আসাটা খুবই কমে গিয়েছে। আগে প্রচুর ইলিশ উঠত।' আর এক মৎস্যজীবী জানান, কোলাঘাটে শুধু ইলিশ নয় ইলিশসহ বর্ষাকালে অন্যান্য মাছ ধরা পড়ছে না রূপনারায়ণ নদে। সংসার চালাতে রাজমিস্ত্রির জোগাড় ও ভ্যান রিক্সা চালাতে হচ্ছে অনেককেই। এখন আর সেভাবে মেলে না । মৎস্যজীবীদের জালে যে কোলাঘাটে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ ধরা না পড়ার কারণ হিসেবে উঠে এসেছে, জলবায়ু পরিবর্তন, রূপনারায়ণ নদে দূষণ।
আরও পড়ুনঃ জেলায় একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল
রূপনারায়ণের বুকে পরপর পাঁচটি সেতু থাকায় এবং নদীতে চর পড়ার কারণে নদীর স্বাভাবিক স্রোত বাধা পাচ্ছে ফলে কোলাঘাটের দিকে মাছ আর আসছে না। এছাড়াওমহিষাদলের গেঁওখালি ত্রিবেণী সঙ্গম হয়ে রূপনারায়ণে ঢোকে ইলিশ। কিন্তু সে পথে প্রচুর জাল পাতার জন্য ইলিশ আর কোলাঘাট পর্যন্ত এসে পৌঁছতে পারছে না। ফলে ইলিশ সেভাবে ধরা পড়ছে না। ফলে সময় যত এগোচ্ছে দিন দিন বন্ধ হয়ে পড়ছে কোলাঘাটের রূপনারায়ণ নদ। জাল আছে, নৌকো আছে, কিন্তু মাছ নেই। জেলে মাঝিরা বর্তমান সময়ে অন্য পেশায়।
Saikat Shee