এলাকাটি পশ্চিম মেদিনীপুর ঠিক সীমানা লাগোয়া। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নজরদারির অভাবে মাইশোরা এলাকাটি দুষ্কৃতীদের যাতায়াতের ‘সেফ করিডর’ হিসাবে ব্যবহৃত হয়। এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর জন্য পুলিশ ফাঁড়ি বানানোর দাবি ওঠে। হঠাৎ করে কোনও কারনে ঘটনা ঘটলে বা কেউ কেস করতে চাইলে অনেকটা পথ যেতে হয় মাইশোরা এলাকা থেকে।
আরও পড়ুনঃ রূপনারায়ণ নদে তমলুক-হাওড়া ফেরি সার্ভিস পুনরায় চালু
advertisement
সে কথা মাথায় রেখেই ওই এলাকায় পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে। মাইশোরা এলাকায় পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন পুলিশ সুপার অমরনাথ কে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার এম এম হাসান। মাইশোরা এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। অনেক বেআইনি কাজকর্ম, অপরাধমূলক কাজ বন্ধ হবে। নতুন করে সেজে উঠবে মাইশোরা।
আরও পড়ুনঃ উৎসবের মুখেও জেলা জুড়ে রাস্তা নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের
ওই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, খুনের মতো বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে, এবার তা একপ্রকার বন্ধ হবে বলে মনে করছেন স্থানীয় মানুষজন। এমনকি তাঁর পাশাপাশি পাবলিক পুলিশ রিলেশন গড়ে উঠবে মাইশোরা এলাকায়। এর পাশাপাশি শিশু হেল্প ডেস্ক উদ্বোধন হয় পাঁশকুড়া থানায়। যেখানে অপরাধী অপ্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে নতুন রুম, যেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তাঁদের অন্যান্য অপরাধীদের থেকে দূরে রাখা হবে।
Saikat Shee