পূর্ব মেদিনীপুর জেলায় মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি রয়েছে তিনটি মহকুমা হাসপাতাল। একটি স্টেট জেনারেল হাসপাতাল। এর পাশাপাশি রয়েছে ২২ টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে ৫২ টি। রয়েছে কয়েকটি গ্রামীণ হাসপাতাল। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি বর্তমানে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়েছে। ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে গ্রামীণ হাসপাতালের গড়ে তোলার কাজ চলছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের খেজুরবাড়িয়া গ্রামীন হাসপাতালে আন্তঃবিভাগ ছিল এতদিন পুরনো বিল্ডিং এ। যার ফলে চিকিৎসা করাতে এসে সাধারণ মানুষ জন বারবার অসুবিধার সম্মুখীন হত।
advertisement
আরও পড়ুনঃ দুয়ারে সরকার ক্যাম্পে মৎস্যজীবীদের জন্য বিশেষ সুবিধা
সম্প্রতি এই গ্রামীণ হাসপাতালের নতুন আন্তঃবিভাগ গড়ে উঠেছে যার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আন্তঃবিভাগ নভেম্বর মাস থেকে কাজ শুরু করল। গ্রামীণ হাসপাতালে আন্তঃবিভাগে রয়েছে এদের জন্য ৩০টি বেড। মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, লেবার রুম, নবজাতকদের জন্য আলাদা কক্ষ। জরুরী বিভাগ অপারেশন থিয়েটার। রোগী পর্যবেক্ষণ কক্ষ উপাসনা কক্ষ, ল্যাবরটরি ডাক্তার ও নার্সদের জন্য আলাদা আলাদা কক্ষ। সবমিলিয়ে খেজুরবেড়িয়া গ্রামের হাসপাতালের এই নব আন্তঃবিভাগে চিকিৎসা করাতে এসে রোগীরা আর কোন সমস্যায় পড়বে না আনা যায় পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর থেকে।
Saikat Shee