পার্কের বিষয়ে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র জানিয়েছেন, এই পার্কের ক্ষেত্রে সবচেয়ে বড় চমক, পার্কের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় এর আগে কোনও পার্ক মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন কিনা জানা নেই। এছাড়াও পার্কের ভেতরে রয়েছে, ছেলেমেয়েদের খেলাধুলার জায়গার পাশাপাশি বিভিন্ন মনীষীদের মূর্তি।
আরও পড়ুনঃ কো-অপারেটিভ ব্যাঙ্কে মোবাইল ব্যাঙ্ক পরিষেবা চালু! রাজ্যে প্রথম
advertisement
ওপেন থিয়েটার হল, ম্যারেজ সেরেমনি হল, ফুড প্লাজা, প্রেস কর্নার, ঝরনা সহ একাধিক বিনোদনের জায়গা। শহরবাসীর বিনোদনের জন্য সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এই পার্ক।' এই পার্কের উদ্বোধনের আগেই পাঁশকুড়া শহরবাসীর উন্মাদনা চোখে পড়ার মত। উদ্বোধনের আগেই পার্কে আসছে মানুষ।
আরও পড়ুনঃ ব্যাঙ্কের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, পরিষেবা ব্যাহত
পাঁশকুড়ার এক শহরবাসী জানান, 'এতদিন পাঁশকুড়ায় কোন পার্ক ছিল না সেভাবে। পাঁশকুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলের একটি চিলড্রেন পার্ক থাকলেও তাতে কিছু নেই বললেই চলে। বাচ্চা ছেলে মেয়েদের খেলাধুলা ও বয়স্ক বিনোদনের জন্য এই পার্কটি আগামী দিনে আমাদের চাহিদা পূরণ করবে।'
Saikat Shee





