গ্রামবাংলার অন্যতম প্রাচীন ও লোকসংস্কৃতির ধারক ও বাহক গাজন উৎসব। গ্রাম বাংলার শিব মন্দিরে মন্দিরে চৈত্র মাসে এই গাজন উৎসব পালিত হয়। চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজোর মাধ্যমে শেষ হয় গাজন উৎসব। এই গাজন উৎসবের মূল হল নীল পুজো। নীল পুজো অর্থাৎ হর পার্বতীর মিলন উৎসব। নীল পুজো উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য নদী থেকে জল তুলে বিভিন্ন শিব মন্দিরে এসে শিবলিঙ্গে জল ঢালে পুণ্যার্থীরা। তমলুক শহরে রয়েছে পুলিশের নজরদারি। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা জল তুলতে তমলুকের রূপনারায়ণ নদীতে আসছে।
advertisement
আরও পড়ুন : ‘দাড়িতেই সুন্দরী’! থুতনির দাড়িকেই রূপ ও ব্যক্তিত্বের অঙ্গ করেছেন এই তরুণী
পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কিছু প্রাচীন শিব মন্দির রয়েছে যেখানে প্রতি বছর চৈত্র মাসে গাজন উৎসব ও নেই পুজো হয়ে থাকে। পাঁশকুড়া ব্লকের নস্কর দিঘি গ্রামেরহরেশ্বর জীউ শিবালয় মন্দিরে গাজন উৎসব উপলক্ষে নীলরাত্রির দিনে সন্ন্যাসী সহ ভক্তদের জল, দুধ ঢালার ভিড় দেখা যায়।
বহু পুণ্যার্থী জল ও দুধ ঢালতে আসেন ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী হরেশ্বর জীউ শিবালয় মন্দিরে। কোলাঘাটের রূপনারায়ণ নদী থেকে জল তুলে পায়ে হেঁটে মন্দিরে আসেন ভক্তরা। শিবলিঙ্গের মাথায় তারাও জল ঢালেন।