TRENDING:

East Medinipur News|| বাড়িতে ছিল মা-মেয়ে, ডাক্তারের বাড়িতে এল পুলিশ! দরজা খুলতেই চক্ষু চড়কগাছ

Last Updated:

Mysterious Death: বাড়িতে পুলিশ দরজা খুললে চক্ষু চড়কগাছ প্রতিবেশীদের। এলাকায় ডাক্তারের বাড়ি নামে পরিচিত। বাড়ির ভেতরে ছিল ডাক্তার পত্নী ও তার মেয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: পুলিশ বাড়ির দরজা খুললেই চক্ষু চড়কগাছ প্রতিবেশীদের। এলাকায় ডাক্তারের বাড়ি নামে পরিচিত। বাড়ির ভেতরে ছিল ডাক্তার পত্নী এবং তাঁদের মেয়ে। কিন্তু এ ধরনের ঘটনা ঘটাবে বলে ঘুণাক্ষরেও টের পায়নি এলাকাবাসী। বাড়িতে ডাক্তার না থাকার সুবিধা নিল মেয়ে বলে অভিমত প্রতিবেশীদের।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের জুনপুট রাস্তার শনি মন্দিরের কাছে, 'একান্ত আপন' নাম ওই চিকিৎসকের বাড়ির। হঠাৎই এ দিন পচা গন্ধ পান স্থানীয় মানুষ। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা খবর দেন কাঁথি থানায়। পুলিশ এসে দরজা ভাঙার পর দেখতে পায় চিকিৎসক পত্নী মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

আরও পড়ুনঃ মিলনের সময় মেয়েদের কানে কানে 'এই' কথাগুলো বলুন, উত্তেজনায় পাগল হবে, উজাড় করবে নিজেকে

advertisement

প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িতে কাঁথি'র স্বনামধন্য ইএনটি (নাক কান গলা) চিকিৎসক বিশ্বজিৎ সামন্ত, তাঁর স্ত্রী ও এক কন্যাকে নিয়ে বাস করতেন। বিশ্বজিৎ সামন্তের ছেলে থাকলেও, তিনি এই বাড়ি থাকতেন না। এবং কয়েকদিন ধরে চিকিৎসকও বাড়িতে থাকছিলেন না। পারিবারিক বোঝাপড়ার সমস্যা জনিত সমস্যা বলেই জানা গিয়েছে।

View More

আরও পড়ুনঃ ভেন্টিলেশন থেকে বেরোলেন ঐন্দ্রিলা, ৬ দিন পর আশার আলো দেখালেন সব্যসাচী

advertisement

স্থানীয়রা জানিয়েছেন, চিকিৎসকের একটি মেয়ে। দীর্ঘ চার বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করলেও, পরিবারের পক্ষ থেকে কেউই মুখ খুলতে নারাজ। ছেলে ইন্দ্রনীল সামন্ত কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি কিছু বলতে চাননি। ডাক্তাররের মেয়ের নাম মিঠু সামন্ত।

ডাক্তার পত্নীর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। ফাঁকা বাড়িতে মা-মেয়ে ছাড়া আর কেউ ছিল না। এই মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য। নিছকই আত্মহত্যার ঘটনা নাকি পরিকল্পিতভাবে খুন? তা ময়নাতদন্তের পরে জানা যাবে। কাঁথি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ কাঁথি হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। স্থানীয়দের দাবি, ডাক্তার পত্নী আত্মহত্যা করেননি, এই মৃত্যুর পেছনে রয়েছে মেয়ের হাত। মানসিক ভারসাম্যহীন মেয়ে হাতেই মা খুন হয়েছেন বলে তাঁদের মত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News|| বাড়িতে ছিল মা-মেয়ে, ডাক্তারের বাড়িতে এল পুলিশ! দরজা খুলতেই চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল