ভেন্টিলেশন থেকে বার করা হল ঐন্দ্রিলাকে, ৬ দিন পর আশার আলো দেখালেন সব্যসাচী

Last Updated:

গত শুক্রবার সব্যসাচী ফেসবুকে ভক্তদের আশ্বাস দিয়েছিলেন, 'শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।'

#কলকাতা: মঙ্গলবার দুপুরে ব্রেন স্ট্রোকের পর থেকে হাসপাতালে ঐন্দ্রিলা শর্মা। এখনও জ্ঞান পুরোপুরি ফেরেনি তাঁর। কিন্তু ৬ দিন পর আশার আলো। তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী খবর দিলেন, ভেন্টিলেশন থেকে বেরোলেন অভিনেত্রী। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
ফেসবুকে সব্যসাচী লিখলেন, 'হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সাথে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সঙ্গে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি।'
advertisement
advertisement
গত শুক্রবার সব্যসাচী ফেসবুকে ভক্তদের আশ্বাস দিয়েছিলেন, 'শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।'
advertisement
সোমবারের দুপুরের খবর অনুযায়ী, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস, এবং স্যাচুরেশন আপাতত স্বাভাবিক মাত্রায়। আপাতত সিপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে ২৪ বছরের অভিনেত্রীকে। স্নায়ু সংক্রান্ত সমস্যায় এখনও কোনও পরিবর্তন হয়নি। চলছে অ্যান্টিবায়োটিকও। গত শুক্রবার সন্ধ্যায় প্রথম বার স্বস্তির খবর পাওয়া যায় হাসপাতাল সূত্রে। জানা গিয়েছিল, বাঁ চোখ এবং বাঁ কাঁধ সামান্য নাড়াতে পারছেন ঐন্দ্রিলা।
advertisement
তার পরেই এল সব্যসাচীর পোস্ট। এল আশার আলো।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভেন্টিলেশন থেকে বার করা হল ঐন্দ্রিলাকে, ৬ দিন পর আশার আলো দেখালেন সব্যসাচী
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement