দুধের সঠিক মূল্যের দাবিতে, বকেয়া দুধের দাম মেটানোর দাবি সহ একগুচ্ছ দাবিতে জেলার সমস্ত দুগ্ধ সমবায় সমিতির সদস্যরা আজ ডেপুটেশন জমা দেবেন তাম্রলিপ্ত দুগ্ধ সমবায় সমিতি কো-অপারেটিভ লিমিটেড এর তমলুক অফিসে। এদিন বেলা দুটোর সময় পুরোনো জেলাশাসক অফিসের কাছে থাকার তাম্রলিপ্ত কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স অফিসে এসে বিক্ষোভ দেখায়।
আরও পড়ুনঃ সৈকতে আতঙ্ক! দিঘায় জোয়ারে ভেসে এল অজ্ঞাত পরিচয় মৃতদেহ
advertisement
তাদের দাবিগুলি হল, ২০১৯ সালের জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সমবায় সমিতির প্রান্তিক চাষীদের দু মাসের দু টাকা করে কেটে রাখা হয়েছে, এখনও পর্যন্ত সেই টাকা দেওয়া হচ্ছে না। ২০২১ সালে ডিসেম্বর মাসে প্রান্তিক চাষীদের দুধের লিটার পিছু ৬ টাকা করে কেটে নেওয়া হয়েছে। কিন্তু তা কেন কেটে নেওয়া হয়েছে তা অস্পষ্ট।
আরও পড়ুনঃ প্রতিভা তুলে ধরতে জেলায় সরকারি উদ্যোগে সঙ্গীত প্রতিযোগিতা
২০২২ সাল ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কাঁচামালের টাকা আটকে রাখা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। ৭ দিন অন্তর প্রান্তিক চাষীদের কাঁচামালের টাকা পেমেন্ট করার কথা বললে বলা হলেও ৩০ দিন পার করলেও তা মেটানো হচ্ছে না। এরকমই ষোল দফা দাবিতে সোচ্চার হয় বিভিন্ন দুগ্ধ উৎপাদক সমিতির সদস্যরা।
Saikat Shee