TRENDING:

Purba Medinipur: জেলা জুড়ে বিভিন্ন দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিদের বিক্ষোভ ও ডেপুটেশন

Last Updated:

জেলা জুড়ে একাধিক দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির সদস্যরা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক : জেলা জুড়ে একাধিক দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির সদস্যরা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল। মূলত দুধের ন্যায্য দাম ও বকেয়া পাওনার দাবিতে তমলুকে অবস্থিত জেলার একমাত্র সরকারি দুগ্ধ উৎপাদক তাম্রলিপ্ত কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স এর অফিসে বিক্ষোভ দেখায়। ১৬ দফা দাবিতে তাদের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি। জেলা জুড়ে বিভিন্ন যুদ্ধ উৎপাদক সমবায় সমিতির সদস্যদের দাবি দীর্ঘদিন ধরে তারা দুধের ন্যায্য মূল্য ও বকেয়া পাওনা পাচ্ছে না। যার ফলে তারা সমিতির বিভিন্ন দুগ্ধ উৎপাদক চাষীদের দুধের দাম মেটাতে পারছে না। তাই এদিন তারা বিক্ষোভ দেখায়।
advertisement

দুধের সঠিক মূল্যের দাবিতে, বকেয়া দুধের দাম মেটানোর দাবি সহ একগুচ্ছ দাবিতে জেলার সমস্ত দুগ্ধ সমবায় সমিতির সদস্যরা আজ ডেপুটেশন জমা দেবেন তাম্রলিপ্ত দুগ্ধ সমবায় সমিতি কো-অপারেটিভ লিমিটেড এর তমলুক অফিসে। এদিন বেলা দুটোর সময় পুরোনো জেলাশাসক অফিসের কাছে থাকার তাম্রলিপ্ত কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স অফিসে এসে বিক্ষোভ দেখায়।

আরও পড়ুনঃ সৈকতে আতঙ্ক! দিঘায় জোয়ারে ভেসে এল অজ্ঞাত পরিচয় মৃতদেহ

advertisement

তাদের দাবিগুলি হল, ২০১৯ সালের জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সমবায় সমিতির প্রান্তিক চাষীদের দু মাসের দু টাকা করে কেটে রাখা হয়েছে, এখনও পর্যন্ত সেই টাকা দেওয়া হচ্ছে না। ২০২১ সালে ডিসেম্বর মাসে প্রান্তিক চাষীদের দুধের লিটার পিছু ৬ টাকা করে কেটে নেওয়া হয়েছে। কিন্তু তা কেন কেটে নেওয়া হয়েছে তা অস্পষ্ট।

advertisement

View More

আরও পড়ুনঃ প্রতিভা তুলে ধরতে জেলায় সরকারি উদ্যোগে সঙ্গীত প্রতিযোগিতা

২০২২ সাল ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কাঁচামালের টাকা আটকে রাখা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। ৭ দিন অন্তর প্রান্তিক চাষীদের কাঁচামালের টাকা পেমেন্ট করার কথা বললে বলা হলেও ৩০ দিন পার করলেও তা মেটানো হচ্ছে না। এরকমই ষোল দফা দাবিতে সোচ্চার হয় বিভিন্ন দুগ্ধ উৎপাদক সমিতির সদস্যরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: জেলা জুড়ে বিভিন্ন দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিদের বিক্ষোভ ও ডেপুটেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল