Purba Medinipur: সৈকতে আতঙ্ক! দিঘায় জোয়ারে ভেসে এল অজ্ঞাত পরিচয় মৃতদেহ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দিঘা সমুদ্র সৈকতে ভেসে এলএক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। অজ্ঞাত পরিচয় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা সমুদ্র সৈকতে।
#পূর্ব মেদিনীপুর : দিঘা সমুদ্র সৈকতে ভেসে এলএক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। অজ্ঞাত পরিচয় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা সমুদ্র সৈকতে। জোয়ারের সময় ওই অজ্ঞাত পরিচয় মৃতদেহ সৈকতে ভেসে আসে। দিঘার স্থানীয় মানুষ এবং কর্তব্য নুলিয়ারা দেখতে পান একটি নীল কালারের গেঞ্জি এবং চেরি কালারের প্যান্ট পড়া অবস্থায় একটি যুবকের মৃতদেহ ভেসে আসে দিঘা হাসপাতাল ঘাটে। মৃতদেহ উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও বা মৃতর পরিচয় এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
জোয়ারের সময় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা সৈকত জুড়ে। নুলিয়া ও স্থানীয় বাসিন্দাদের মতে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ এর মধ্যে। নুলিয়া ও পুলিশ স্থানীয় বাসিন্দাদের একাংশের ধারণা বাংলাদেশের ট্রলারডুবি ঘটনায় কোন মৃতদেহ ভেসে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। কেন না সম্প্রতি ঘটে যাওয়া বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঝড় বৃষ্টির প্রভাবে অনেকগুলি ট্রলার মাঝ সমুদ্রে ডুবে যায়।
advertisement
আরও পড়ুনঃ প্রতিভা তুলে ধরতে জেলায় সরকারি উদ্যোগে সঙ্গীত প্রতিযোগিতা
মৎস্যজীবীদের সূত্রের খবর ওই সব ট্রলারে থাকা অনেক মৎস্যজীবীদের এখনও খোঁজ পাওয়া যায়নি। জোয়ারের সময় দিঘা সৈকতে ভেসে আসা এই অজ্ঞাত পরিচয় মৃতদেহ পর্যটকের নাকি মৎস্যজীবীদের এ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। যদিও বা এখনও পর্যন্ত কোনও পর্যটক এর পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ওই অজ্ঞাত পরিচয় নিজে দেহে পরিচয় উদ্ধারে চেষ্টা করছে দিঘা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
Saikat Shee
Location :
First Published :
August 30, 2022 8:39 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: সৈকতে আতঙ্ক! দিঘায় জোয়ারে ভেসে এল অজ্ঞাত পরিচয় মৃতদেহ