অভিযুক্তের স্ত্রী জানান, স্বামী নেশা করে বহু টাকা ঋন করেছে, বাড়িতে দুই মেয়ে এক ছেলে। বড় মেয়েকে পড়াশোনা করানো হবে, ভাল পরিবারে রেখে বড় করে তোলা হবে, একথা বলে মেয়েকে নিয়ে যায়। পরে জানতে পারি বিক্রি করে দেওয়া হয়েছে। জেনেই বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানাই। গ্রাম পঞ্চায়েতের তৎপরতায় মেয়েকে উদ্ধার করা হয়। পরে মহিষাদল থানায় অভিযোগ দায়ের করি।' অভিযুক্তের বাবা অর্থাৎ ওই নাবালিকার দাদু জানান, ছেলের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। তাই ছেলের সাজার আবেদন জানিয়েছি। কঠোর থেকে কঠোরতম সাজা হোক।
advertisement
আরও পড়ুন: বাড়ির দরজায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন প্রাথমিক শিক্ষক! আতঙ্ক এলাকায়! রহস্য দানা বাঁধছে!
স্থানীয় পঞ্চায়েত সদস্য সুখেন্দু দাস জানান, খবর পাই আমার এলাকার একটি ছেলে তার নাবালিকা মেয়েকে পাশের গ্রাম নাটশাল-২ গ্রামপঞ্চায়েতের রঙ্গীবসান এলাকায় এক মহিলার কাছে মেয়েটিকে বিক্রি করে দেওয়া হয়। বিক্রির কথা শুনে আমরা বিষয়টি স্থানীয় থানায় ও বিডিওর কাছে জানাই। মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান, বিষয়টি ডোমেস্টিক ভায়োলেন্সের। নিজের বাবাই তার মেয়েকে এভাবে বিপাকে খেলছে যা সমাজের কাছে বিপদজনক। চক্রটি সক্রিয় হয়েছে তাদের নামের লিস্ট প্রশাসনের কাছে রয়েছে। তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা হচ্ছে না, এবং মেয়েটির নিরাপত্তার জন্যে তাকে এখন কোনো একটি হোমে রাখা হবে। অভিযুক্ত পলাতক, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। একদিকে দেশ জুড়ে বেটি পড়াও বেটি বাঁচাও, অন্যদিকে রাজ্যজুড়ে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে শিশুকন্যা ও নাবালিকাদের সুরক্ষা দিতে কেন্দ্র ও রাজ্য সরকার সচেষ্ট। সেখানে ঋণের দায়ে নিজের নাবালিকা কন্যাকে বিক্রি আড়লন ফেলেছে।
Saikat Shee