চলতি সপ্তাহে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মাঠে রাখা ধানের গাদায় আগুন লাগে। আগুনে বশীভূত হয়েছিল দুই বিঘা জমির ধান। এরপর আবারও রাতের অন্ধকারে মেচেদায় আগুন লাগে। কোলাঘাট থেকে হলদিয়া ১১৬ জাতীয় সড়কে ওভার ব্রীজের তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর রাতের এই অগ্নিকাণ্ড পুড়ে ছাই করে বেশ কয়েকটি দোকান ঘর। সকালে ওই এলাকায় সব কিছু ভস্মীভূত হওয়ার ছবি ফুটে ওঠে।
advertisement
আরও পড়ুন: সোনা-রুপোর দামে ব্যাপক পতন, বিয়ের মরশুমে গয়না কেনার আজ সেরা দিন!
মেচেদা স্টেট ব্যাংকে সামনে দুটি দোকানে আগুণ লাগে গভীর রাত্রিতে একটি টায়ার ও ব্যাটারী দোকান ও একটু চার চাকা গাড়ীর গ্যারেজ। গভীর রাত্রিতে হটাৎ ই আগুন লেগে যায়। স্থানীয় দোকান দার রা আগুণ দেখতে পেয়ে কোলাঘাট থানায় ফোন করে। পুলিস সঙ্গে সংগে ঘটনস্থলেই ছুটে আসে। চারটি দমকলের ইঞ্জিন এসে কয়েকঘন্টা র চেষ্টায় আগুণ আয়ত্তে আনে। দুটি দোকান এর সমস্ত কিছু পুড়ে ছায় হয়ে গিয়েছে। ক্ষতি কয়েক লক্ষ টাকা। কিভাবে আগুন লাগল সেই ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।
Saikat Shee