TRENDING:

East Medinipur News: জাতীয় সড়কের ওভারব্রীজের তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকানঘর ও গ্যারেজ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেচেদা: আবার অগ্নিকাণ্ড! এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলেও পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা। মেচেদায় জাতীয় সড়কের ওভার ব্রীজের তলায় রাতের অন্ধকারে ভয়াবহ আগুন লাগে। শুকনো আবর্জনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওভার ব্রীজের তলায় থাকা বেশ কয়েকটি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। এই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি গাড়ি গ্যারেজে। আগুনে পুড়ে ছাই হয় গাড়িতে এমনকি গাড়ি গ্যারেজের ভেতরে থাকা গাড়িও পুড়ে ছাই হয়।
advertisement

চলতি সপ্তাহে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মাঠে রাখা ধানের গাদায় আগুন লাগে। আগুনে বশীভূত হয়েছিল দুই বিঘা জমির ধান। এরপর আবারও রাতের অন্ধকারে মেচেদায় আগুন লাগে। কোলাঘাট থেকে হলদিয়া ১১৬ জাতীয় সড়কে ওভার ব্রীজের তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর রাতের এই অগ্নিকাণ্ড পুড়ে ছাই করে বেশ কয়েকটি দোকান ঘর। সকালে ওই এলাকায় সব কিছু ভস্মীভূত হওয়ার ছবি ফুটে ওঠে।

advertisement

আরও পড়ুন: সোনা-রুপোর দামে ব্যাপক পতন, বিয়ের মরশুমে গয়না কেনার আজ সেরা দিন!

আরও পড়ুন: State Bank of India: লক্ষ্মীবারের সকালে কোটি কোটি গ্রাহকদের বড় ঝটকা! আজ থেকেই গুণতে হবে আরও বেশি টাকা

View More

মেচেদা স্টেট ব্যাংকে সামনে দুটি দোকানে আগুণ লাগে গভীর রাত্রিতে একটি টায়ার ও ব্যাটারী দোকান ও একটু চার চাকা গাড়ীর গ্যারেজ। গভীর রাত্রিতে হটাৎ ই আগুন লেগে যায়। স্থানীয় দোকান দার রা আগুণ দেখতে পেয়ে কোলাঘাট থানায় ফোন করে। পুলিস সঙ্গে সংগে ঘটনস্থলেই ছুটে আসে। চারটি দমকলের ইঞ্জিন এসে কয়েকঘন্টা র চেষ্টায় আগুণ আয়ত্তে আনে। দুটি দোকান এর সমস্ত কিছু পুড়ে ছায় হয়ে গিয়েছে। ক্ষতি কয়েক লক্ষ টাকা। কিভাবে আগুন লাগল সেই ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: জাতীয় সড়কের ওভারব্রীজের তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল