সোনা-রুপোর দামে ব্যাপক পতন, বিয়ের মরশুমে গয়না কেনার আজ সেরা দিন!

Last Updated:

আজ, ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভারতীয় ফিউচার মার্কেট এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক পতনের সাক্ষী থাকল সোনা-রুপোর দাম।

#কলকাতা: বিয়ের ভরা মরশুম। তার মধ্যেই মধ্যবিত্তের মুখে হাসি ফোটাল সোনা-রুপোর দর। নিজের জন্য বা উপহার হিসেবে সোনার গয়না কিনতে চাইলে আজ আদর্শ দিন। কারণ ভারত তো বটেই, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারেও সোনা, রুপোর দামে ব্যাপক পতন হয়েছে। এখানে রইল সর্বশেষ আপডেট।
আজ, ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভারতীয় ফিউচার মার্কেট এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক পতনের সাক্ষী থাকল সোনা-রুপোর দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার সাম ০.৫৭ শতাংশ কমেছে। ফিউচার মার্কেটে রুপোর দাম বুধবারের ক্লোজিং প্রাইস থেকে কমেছে ১.৫০ শতাংশ। অন্যদিকে এমসিএক্সে সোনার দাম ল্মেছে ০.১২ শতাংশ এবং রুপোর দাম বেড়েছে ০.৭৩ শতাংশ।
advertisement
advertisement
বৃহস্পতিবার ফিউচার মার্কেটে বিশুদ্ধ সোনার দাম কমেছে ৩১০ টাকা। সকাল ৯টা পর্যন্ত ১০ গ্রাম সোনা ৫৪,৩৬৪ টাকায় বিক্রি হয়েছে। বুধবার সোনার দাম ছিল ৫৪,৬৭৮ টাকা। রুপোর দামেও ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। বুধবার ক্লোজিং রেট থেকে আজ ১,০৩৭ টাকা কমে প্রতি কেজির দর দাঁড়িয়েছে ৬৮,২৬৫ টাকা। এদিন সকালে ৬৮২১০ টাকায় রুপোর লেনদেন শুরু হয়। একবার দাম পৌঁছে যায় ৬৮২৮৬ টাকায়। যাইহোক, গত ট্রেডিং সেশনে, রুপোর ফিউচার দাম ৫০৫ টাকা বেড়ে ৬৯,২৮০ টাকায় বন্ধ হয়েছিল।
advertisement
আন্তর্জাতিক বাজারেও দাম কমেছে: আন্তর্জাতিক বাজারে সোনা, রুপোর দামে ব্যাপক পতন হয়েছে। বুধবারের ক্লোজিং প্রাইসের তুলনায় আজ সোনার স্পট মূল্য ০.৮০ শতাংশ কমে ১,৭৯৫.০৫ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে। রুপোর দামের ছবিটাও একই রকমের। ১.৪০ শতাংশ কমে ২৩.৩৭ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে। গত এক মাসে সোনার দাম বেড়েছে ১.৬১ শতাংশ। একইভাবে ৩০ দিনে রুপোর দর ৯.৫৭ শতাংশ বেড়েছে।
advertisement
দিল্লির বুলিয়ন বাজার চাঙ্গা: বুধবার দিল্লির বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম বেড়েছে। দিল্লিতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩১৮ টাকা বেড়ে হয়েছে ৫৪,৯১৩ টাকা। তবে মঙ্গলবার সোনার দর কমে। প্রতি ১০ গ্রাম ৫৪,৫৯৫ টাকায় বন্ধ হয়েছিল। একই সময়ে, রুপোর দামও ৬৮২ টাকা বেড়ে বুধবার প্রতি কেজি ৬৯,১৭৬ টাকায় লেনদেন হয়। তবে মঙ্গলবার রুপোর দাম কম ছিল।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সোনা-রুপোর দামে ব্যাপক পতন, বিয়ের মরশুমে গয়না কেনার আজ সেরা দিন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement