#তমলুক: ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নমিনেশন যাচাইয়ে বাদ পড়ল তাম্রলিপ্ত পৌরসভার একজন প্রার্থী। ৯ ফেব্রুয়ারি নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। তমলুক মহকুমার শাসক কার্যালয় সূত্রে জানা যায়, এদিন নমিনেশন যাচাইয়ে বাদ পড়ে পৌরসভার একটি ওয়ার্ডের প্রার্থী হতে চাওয়া একজন। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে জেলায় জেলায় ১০৮ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে পৌর নির্বাচনের জন্য নমিনেশন ফাইল জমা নেওয়ার কাজ শেষ হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলায় তিনটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে- তাম্রলিপ্ত পৌরসভা, কাঁথি পৌরসভা ও এগরা পৌরসভা।
advertisement
পৌর নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি মহকুমা শাসকের দফতরে বিভিন্ন দলের প্রার্থীরা নমিনেশন জমা দেয়। তাম্রলিপ্ত পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দলের প্রার্থীরা তমলুক মহকুমার শাসকের দফতরে নমিনেশন জমা দেয়। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল নমিনেশন যাচাইয়ের শেষদিন। নমিনেশন যাচাইয়ে বাদ পড়ে তমলুকের ওয়ার্ডের জন্য নমিনেশন জমা দেওয়া কংগ্রেসের পদপ্রার্থী। তমলুক মহাকুমার শাসকের দফতর থেকে জানা যায় বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলে তাম্রলিপ্ত পৌরসভার কুড়িটি ওয়ার্ডের জন্য মোট ৭৩ টি নমিনেশন জমা পড়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে ২০ টি, ভারতীয় জনতা পার্টি ২০ টি, সিপিআইএম ১৪ টি, সিপিআই ৩ টি, জাতীয় কংগ্রেস ৪ টি, এসইউসিআই ৬ টি এবং নির্দল ৬ টি মনোনয়ন জমা করেছে।
৭৩ টি নমিনেশন ফাইল যাচাইয়ের কাজ হয় এদিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নমিনেশন যাচাইয়ে বাদ পড়ল তাম্রলিপ্ত পৌরসভার এক প্রার্থী। তমলুকের মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, "২০১৫ সালের পৌর নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের মধ্যে বেশকিছু প্রার্থীরা নির্বাচনে হওয়া ব্যয়ের হিসাব সংক্রান্ত কাগজ সময় মতো রাজ্য নির্বাচন কমিশনে জমা দেননি। এরকম প্রার্থীদের তালিকা প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছিলেন, এবারের পৌর নির্বাচনে তারা প্রার্থী হতে পারবেন না। সেই তালিকায় থাকা তাম্রলিপ্ত পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নমিনেশন করেন একজন। কিন্তু ঐ নমিনেশন বাতিল করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম মেনেই।"