চলতি মাসের তিন তারিখ শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে ক্ষুদিরাম নগরে তাঁর পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করেন হলদিয়া পৌরসভার (Haldia Municipality) চেয়ারম্যান সুধাংশুশেখর মন্ডল। ব্লাড ডাইরেক্টরির জন্য বুধবার আট ডিসেম্বর থেকে ওয়ার্ড ভিত্তিক রক্তদান শিবিরের সূচনা করে ডোনারের তালিকা তৈরির কাজ শুরু করেছে পৌরসভা। একই সঙ্গে পৌরসভার বিভিন্ন বড় রাস্তার নামকরনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ার্ডগুলিতে মহিলাদের নিরাপত্ত ও সমাজবিরোধী কার্যকলাপ রোধে এবার ‘প্রমীলা বাহিনী ’ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পাঞ্চলে মনীষীদের নামাঙ্কিত উদ্বাস্তু কলোনিগুলিতে এবার তাদের পূর্ণাবয়ব মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে হলদিয়া পৌরসভা।
advertisement
হলদিয়া পৌর এলাকায় আট থেকে দশটি উদ্বাস্তু কলোনি রয়েছে। বাম আমলে তৎকালীন পুর চেয়ারম্যান তমালিকা পন্ডা শেঠের উদ্যোগে ক্ষুদিরাম নগর, সুকান্ত নগর, গান্ধী নগর ও নিবেদিতা নগরের মতো কয়েকটি কলোনির নামকরন করা হয়েছিল মনীষীদের নামে । এছাড়া কয়েকটি আবাসন এলাকা জীবনানন্দ দাশ নগর ও আজাদ হিন্দ নগরের নামকরন করা হলেও মনীষীদের মূর্তি বসানো হয়নি। বর্তমান তৃণমূল পরিচালিত পুরবোর্ড এবার সেই কলোনি বা আবাসন এলাকায় মূর্তির সঙ্গে ছোট পার্ক তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে।
শিল্পাঞ্চল শহর হলদিয়া তাই বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে গিয়েছে। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা বিষয়ে। সন্ধ্যা নামলেই হলদিয়া পৌর এলাকার বিভিন্ন রাস্তায় মহিলাদের হেনস্তার শিকার হতে হয়েছে বলে জানা যায় পৌরসভা সূত্রে। তাই এবার প্রমিলা বাহিনী তৈরি করে মহিলাদের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়েছে। মহিলারা সন্ধে নামার পর যাতে স্বচ্ছন্দেই হলদিয়া শিল্পাঞ্চল এর বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করতে পারে তারই জন্য এই ব্যবস্থা বলে জানান হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল।