হলদিয়া মেলা ঘিরে জেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ এত বড় মেলা আর কোথাও হয় না। এই মেলায় নানান ধরনের জিনিসের স্টল থাকে। গৃহস্থালির টুকিটাকি জিনিস থেকে গাড়ি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন পণ্যের স্টল মেলায় লক্ষ্য করা যায়। এই মেলায় আইওসি এবং সিপিটি সংস্থার প্রদর্শনীমূলক স্টল আছে সাধারণ মানুষের জন্য। হলদিয়া মেলার অন্যতম মূল আকর্ষণ হল মূল মঞ্চে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রিকালীন প্রখ্যাত শিল্পীদের সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান।
advertisement
আরও পড়ুন: জঙ্গলের ভিতর বেআইনি কয়লা খনি, মাটি ফেলে বন্ধ করে দিল ইসিএল
হলদিয়া মেলার উদ্বোধনে এসে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় বলেন, "মেলা আনে কর্মসংস্কৃতি। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান ধরনের মেলাকে সফল করার উদ্যোগ নেওয়া হয়েছে।" প্রসঙ্গত হলদিয়া মেলা উদ্বোধনের দিন মানুষের ভিড় খুব একটা দেখা যায়নি। কার্যত ফাঁকা দেখা গিয়েছে স্টলগুলি। যদিও উদ্যোক্তাদের দাবি প্রথম দিন তাই মানুষের ভিড় লক্ষ্য করা যায়নি। তবে মেলার অন্যান্য দিনগুলি মানুষ ভিড় করবে। শান্তিপূর্ণভাবে হলদিয়া মেলা পরিচালনার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে মেলায় তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ না জানানো নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে।
সৈকত শী