প্রায় গোটা উত্তর ভারত জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগ। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়। এই প্রাকৃতিক রোষের হাত থেকে বাদ যায়নি দেবভূমি। কেদারনাথ বদ্রীনাথে তীর্থে গিয়ে আটকে পড়েছেন হাজার হাজার পূণ্যার্থী। উত্তর ভারতের যোশীমঠে আটকে থাকার পর প্রশাসনিক সহযোগিতায় যাত্রীদের যাত্রীদের দ্রুত হরিদ্বারে নামিয়ে আনার চেষ্টা চলছে। বহু বাঙালি তীর্থযাত্রী এখনও আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। দেবপ্রয়াগের আগে বড় মাপের ধস নামায় দীর্ঘ সময় আটকে থাকে। তীর্থযাত্রীরা এমন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে যথারীতি হতভম্ব।
advertisement
আরও পড়ুন: যমুনার জলে প্লাবিত, অসহায় অবস্থায় দিল্লি, দেখুন ভিডিও–
তবে দুর্যোগে আটকে পড়া যাত্রীরা সুস্থ আছেন বলেই জানাচ্ছেন কোলাঘাটের রাধা মাধব মন্দিরের কর্তৃপক্ষ। বাড়ির লোকেদের কোনওরকম চিন্তা করার দরকার নেই বলে বার্তা দেওয়া হয় রাধামাধব মন্দিরের পক্ষ থেকে।
প্রতি মুহূর্তে কোলাঘাট রাধামাধব মন্দিরের পক্ষ থেকে আটকে থাকা তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত তাঁদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উত্তর ভারত জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগের বিপর্যস্ত জনজীবন।
Saikat Shee