মিল্ক ফিশ, কারিমীন, গিফট তিলাপিয়া, মালেট, ভেটকী সহ বিভিন্ন মাছ চাষের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। অব্যাহৃত পুকুর জলাশয়ে মাছ চাষ সহ পরিবেশ বান্ধব উপায় কিভাবে মাছ চাষ করা যায় সেই বিষয়ে নন্দীগ্রাম অ্যাকুয়া ফার্মার ওয়েল ফেয়ার সোসাইটির প্রগতিশীল ভেনামী চিংড়ি চাষিদের সাথে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। এলাকার মাছ চাষিদের ৮-১০ জনের দল গঠন করে আলাদা করে তাদের বিশেষ প্রশিক্ষনের উদ্যোগও গ্রহন করেছে নন্দীগ্রাম-১ মৎস্য বিভাগ। ইতি মধ্যে গোকুল নগর একুয়া ফিশ প্রোডাকশান গ্রুপ ও ফিশ প্রোডাকশান গ্রুপ গঠন হয়েছে। শুধু দল গঠনই নয়, হাতে কলমে এই বিকল্প মাছ চাষের প্রদর্শনী ক্ষেত্র গ্রহণ করা হয়েছে।
advertisement
কেন্দ্রীয় নোনাজল মৎস্য গবেষণা কেন্দ্রের কাকদ্বীপ রিসার্চ সেন্টারের ফিশ-হ্যাচারী থেকে তিনশোটি ক্যারিমীন মাছের চারা আনা হয়েছে। নন্দীগ্রাম-১নম্বর ব্লক মৎস্যবিভাগের প্রযুক্তিগত সহায়তায়, কেরালার জনপ্রিয় ক্যারিমীন মাছের চাষ শুরু করল আমতলিয়া পূর্ব গ্রামের মাছ চাষি সোমনাথ ভৌমিক। তিনি জানান, 'ব্লক মৎস্য আধিকারিকের উৎসাহে এই বিকল্প মাছ চাষ শুরু করলাম, সুমন বাবুর পরামর্শে আগামীদিনে পরিবেশ বান্ধব সমন্বিত জৈব মাছ চাষের মডেল তৈরি করব।' আমতলিয়া পূর্ব গ্রামের মৎস্য খামারে কেরালার রাজ্য-মাছ ক্যারিমীনমাছের চারা ছাড়েন বিডিও সুমিতা সেনগুপ্ত, উপস্থিত ছিলেন মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু সহ এলাকার উৎসাহী অন্যান্য মাছচাষী।
Saikat Shee