পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া কোলাঘাটে গোলাপ ফুল শুধু রাজ্যের বিভিন্ন বাজারে নয় দেশের বিভিন্ন বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানি করা হয়। গোলাপ ফুল চাষ অত্যন্ত লাভজনক। গোলাপ চাষের সঙ্গে জড়িত বহু চাষিরা। এইসব চাষিরা বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন ছত্রাকের আক্রমণের ফলে৷ চাষিদের কথায়, তারা বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ঔষধ দিলেও কোন কাজ হয়নি। মূলত সঠিক কি রোগ সমস্যা তা ধরতে পারছেন না কৃষকেরা। যার ফলে কোন ভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না এমনটাই দাবি গোলাপ চাষীদের।
advertisement
আরও পড়ুন : বয়স ১০২! হাটে সবজি বেচেন কোলাঘাটের লক্ষ্মীবালা, না দেখলে বিশ্বাস হবে না আপনার
আরও পড়ুন: নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে গিয়েছিল, কাঁথিতে ধর্ষণের অভিযোগে ধৃত ৩
তবে কৃষি দফতরের বক্তব্য ছত্রাক ঘটিত সমস্যার কারণেই ঘটছে এই সমস্যা। পাঁশকুড়া ব্লকের কেশাপাট মাইসোরা, মহৎপুর, পূর্ব গুড়তলা-সহ একাধিক এলাকায় গোলাপের জমি বিগত দু'বছর আগেও এই সমস্যার মধ্যে পড়ে ছিল। এ বছরও একই ভাবে এই ছত্রাকঘটিত সমস্যায় পড়েছেন কয়েকশো গোলাপ চাষি। যার ফলে কৃষকেরা চরম ক্ষতির মুখে এই মুহুর্তে। এক চাষী জানান, যেখানে ১৫ কাঠা জমিতে গোলাপ চাষ করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। সেখানে ভাইরাসের আক্রমণে শুকিয়ে যাচ্ছে গোলাপ ফুল ও গাছ।
Saikat Shee